TRENDING:

Durga Puja 2025: আধার, স্মার্টফোন, অফিস, সবেতেই এখন 'ছাপ'! ছাপ এবার দুর্গাপুজোতেও! ভাবছেন হচ্ছেটা কী...

Last Updated:
নববধূর আগমনে পায়ের ছাপ, প্রয়াত ব্যক্তির স্মৃতিতে ছাপ, এমনকি অন্য রাজ্যে ঘরে আসা নববধূর হাতের ছাপও নেওয়া হয়, এ সবই সংস্কৃতির অংশ। আজকের যুগেও অফিস, মোবাইল ফোন, আধার, এমনকি কম্পিউটার খুলতেও দরকার পড়ে ছাপের।
advertisement
1/7
আধার, স্মার্টফোন, অফিস, সবেতেই এখন 'ছাপ'! ছাপ এবার দুর্গাপুজোতেও! ভাবছেন হচ্ছেটা কী...
<strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়</strong>: দমদম তরুণ দলের অভিনব থিমে পুজো প্রস্তুতি যেন তুঙ্গে। আধুনিক যুগে প্রযুক্তির ছোঁয়ায় মানুষ যতই ডিজিটাল হোক না কেন, 'ছাপ' যেন আজও তার পরিচয়ের অন্যতম মাধ্যম।
advertisement
2/7
আধার, স্মার্টফোন, অফিস, সবেতেই এখন 'ছাপ'! ছাপ এবার দুর্গাপুজোতেও! ভাবছেন হচ্ছেটা কী...
সেই ভাবনাকেই থিম করে এবারের দমদম তরুণ দলের দুর্গাপুজোয় থাকছে অভিনব আয়োজন। থিমের নাম – 'ছাপ', থিম শিল্পী পূর্ণেন্দু দে।
advertisement
3/7
ছাপ - শুধু একটা ছাপ নয়, এক গভীর প্রতীক। কখনও সেটা জীবনের শুরুর, কখনও বিদায়ের। প্রাচীনকাল থেকেই মানুষের জীবনে ছাপের গুরুত্ব অপরিসীম।
advertisement
4/7
নববধূর আগমনে পায়ের ছাপ, প্রয়াত ব্যক্তির স্মৃতিতে ছাপ, এমনকি অন্য রাজ্যে ঘরে আসা নববধূর হাতের ছাপও নেওয়া হয়, এ সবই সংস্কৃতির অংশ। আজকের যুগেও অফিস, মোবাইল ফোন, আধার, এমনকি কম্পিউটার খুলতেও দরকার পড়ে ছাপের।
advertisement
5/7
এই থিমের মধ্য দিয়ে সেই ঐতিহ্যকেই শিল্পী তুলে ধরেছেন আধুনিক শিল্পের রূপ দিয়ে। মণ্ডপ ও প্রতিমায় বিভিন্ন ধরনের ছাপ ব্যবহার করে তৈরি হচ্ছে এক অনন্য দৃষ্টান্ত। গালার উপর রঙিন ছাপ, প্রতিমায় মানুষের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি সব মিলিয়ে দর্শনার্থীরা পেতে চলেছেন এক অন্যরকম অভিজ্ঞতা।
advertisement
6/7
পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, বহু শিল্পী একসঙ্গে দিনরাত কাজ করছেন এই থিম বাস্তবায়নে জন্য। মাঝেমধ্যে বৃষ্টিতে কিছুটা সমস্যা হচ্ছে ঠিকই, তবে কাজ চলছে পুরোদমে। তারা আশা করছেন ২৫ সেপ্টেম্বর থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া যাবে।
advertisement
7/7
তবে ছাপ - যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত। দমদম তরুণ দলের এবারের এই ভাবনা নিঃসন্দেহে দর্শনার্থীদের ভাবিয়ে তুলবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আধার, স্মার্টফোন, অফিস, সবেতেই এখন 'ছাপ'! ছাপ এবার দুর্গাপুজোতেও! ভাবছেন হচ্ছেটা কী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল