TRENDING:

নৈহাটিতে ৩২৬ বছর ধরে আদি রীতি মেনে চলছে উমা বন্দনা, আজও চোখে পড়ে কর্ণসুবর্ণের ছাপ

Last Updated:
Traditional Durga Puja : ঐতিহ্য ও প্রাচীন রীতি মেনে আজও ৩২৬ বছর ধরে নৈহাটির সরকার বাড়িতে হয়ে আসছে উমা বন্দনা। জড়িয়ে রয়েছে কর্ণসুবর্ণর ইতিহাস।
advertisement
1/6
নৈহাটির সরকারবাড়ির দুর্গাপুজোয় আজও মানা হয় নিজস্ব বিসর্জন প্রথা, ভোগ আরও বিশেষ
৩২৬ বছর ধরে চলে আসছে নৈহাটির সরকারবাড়ির দুর্গাপুজো। আদি রীতি মেনে আজও দালানবাড়িতেই অনুষ্ঠিত হয় উমা আরাধনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, রথের দিন কাঠামো পুজোর মধ্য দিয়েই শুরু হয় প্রতিমা তৈরির কাজ। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
advertisement
2/6
এখানে দেবীর রূপ সর্বদা মৃন্ময়ী এবং দেবীকে নিবেদন করা হয় কাঁচা ভোগ। ১৭০০ সালে প্রথম এই পুজো শুরু হয় সরকার বাড়িতে। পরিবারের পূর্বপুরুষ কর্ণ সেন দেব ছিলেন মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গ্রামের প্রতিষ্ঠাতা।
advertisement
3/6
পরবর্তীতে তাঁর বংশধররা ‘দেব’ থেকে ‘দে’ এবং শেষে ‘সরকার’ পদবি পান। সেই বংশেরই উত্তরসূরি নীলকণ্ঠ দে নৈহাটিতে বসতি স্থাপন করার পর থেকেই এ অঞ্চলে শুরু হয় সরকার বাড়ির দুর্গাপুজো।
advertisement
4/6
একসময় এই পুজোয় পাঠাবলির প্রচলন থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে। তবে বিসর্জনে আজও মানা হয় নিজস্ব রীতি। প্রতিবছর প্রতিমা বিসর্জন হয় নৈহাটির ঐতিহ্যবাহী লোহাঘাটে।
advertisement
5/6
বছরের অন্যান্য সময়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় থাকলেও দুর্গাপুজোর দিনগুলিতে সকলে একত্রিত হন এই বাড়িতে। ফলে মিলনমেলায় ভরে ওঠে সরকার বাড়ি, আর উৎসবের আবহে মেতে ওঠে গোটা নৈহাটি।
advertisement
6/6
ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে সরকার বাড়ি। আত্মীয় পরিজনরাও আসতে শুরু করেছেন পুজো উপলক্ষে। পুজোর ক'দিন এই সরকার বাড়িকে ঘিরে এলাকাবাসীরাও মেতে ওঠেন উমা বন্দনায়। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নৈহাটিতে ৩২৬ বছর ধরে আদি রীতি মেনে চলছে উমা বন্দনা, আজও চোখে পড়ে কর্ণসুবর্ণের ছাপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল