Durga Puja 2025: দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল, এবার পাওয়া যাবে তো? কী বলছেন ফুল চাষিরা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
দুর্গাপুজোয় পদ্ম ফুলের সংকট দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা করছেন পূর্ব মেদিনীপুর জেলার পদ্মফুল চাষিরা।
advertisement
1/7

সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল। পদ্মফুল ছাড়া সম্পন্ন হয় না দুর্গা পুজো। দুর্গাপুজোয় সন্ধিপূজার সময় ১০৮ টি পদ্মফুল দ্বারা পূজিত হয় দেবী দুর্গতিনাশিনী। কিন্তু এবার প্রকৃতির খামখেয়ালি কোনায় দুর্গাপুজোয় পদ্ম ফুলের সংকট দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা করছেন পূর্ব মেদিনীপুর জেলার পদ্মফুল চাষিরা।
advertisement
2/7
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ফুল উৎপাদনে রাজ্যের প্রথম সারিতে। অন্যান্য ফুলের পাশাপাশি প্রচুর পরিমাণে পদ্মফুলের চাষ হয় কোলাঘাট ও পাঁশকুড়ায়। চলতি বছর অতি বৃষ্টি পদ্মফুল চাষে ব্যাঘাত সৃষ্টি করেছে। দুর্গাপুজোয় পদ্মফুল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেলার পদ্ম চাষিরা।
advertisement
3/7
কোলাঘাটের সাগরবাড় হয় আশেপাশের বেশ কয়েকটি গ্রামে। মূলত রেল লাইনের পাশের জলাশয় গুলিতে পদ্মফুল চাষ হয়। চৈত্র মাস থেকে শুরু করে পদ্মফুলের চাষ চলে আশ্বিন-কার্তিক মাস পর্যন্ত।
advertisement
4/7
চৈত্র মাস থেকে আশ্বিন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পদ্মফুলের চাষ হয়। এই সময়ে অন্যান্য পুজোর পাশাপাশি মূলত দুর্গা পুজোকে লক্ষ্য রাখে জেলার পদ্ম চাষিরা। কারণ পদ্মফুল দুর্গাপুজোয় অপরিহার্য হওয়ায় বাড়তি লাভের আশায় মুখিয়ে থাকে পদ্ম চাষিরা। কিন্তু এবার সেই আশায় বাধ সেঁধেছে প্রকৃতির আচরণ।
advertisement
5/7
পদ্মফুল চাষের জন্য এ বছর পর্যাপ্ত বৃষ্টির অভাব দেখা দেয় এপ্রিল মাসে। জুলাই থেকে আগস্ট মাসে অতি বৃষ্টি হওয়ার ফলে পদ্ম ফুলের গাছ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটেছে। টানা বৃষ্টির কারণে পদ্ম ফুলের কুঁড়ি আসছে না। ফলে পুজোর মুখেই পদ্মফুলের যোগান কম থাকবে। অন্যান্য বছর এক বিঘা পদ্ম ফুলের জলাশয়ে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ ফুল পাওয়া যেত। কিন্তু বর্তমান বছরে এই প্রকৃতির খামখেয়ালিপনায় তা নেমে দাঁড়িয়েছে ১০০ থেকে ১৫০ তে।
advertisement
6/7
বাজারে চাহিদা থাকায় যোগান কম হওয়ায় স্বাভাবিকভাবে পদ্ম ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি। দাম বেশি হলেও যোগান কম থাকায় চাষিদের মুখে হাসি নেই। এমন কি তারা আশঙ্কা করছে এই প্রকৃতির খামখেয়ালিপনায় দুর্গাপুজোয় আদৌ পদ্মফুল পাওয়া যাবে তো!
advertisement
7/7
দুর্গাপুজোয় পদ্মফুলের সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে ফুলচাষি সংগঠনের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানান, ' বৃষ্টির কারণে পদ্মফুল চাষ মার খাচ্ছে। দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল। জেলায় পদ্মফুলের যোগান অনেকটাই কম। ফলে পদ্মফুল চাষ করে এসবের ক্ষতির মুখ দেখতে হচ্ছে।' দুর্গাপুজো একমাস বাকি, ইতিমধ্যেই পদ্মফুল মজুদ করা শুরু হয়েছে। কিন্তু উৎপাদন কম। দুর্গাপুজো হয় আরও দাম বাড়বে পদ্মফুলের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল, এবার পাওয়া যাবে তো? কী বলছেন ফুল চাষিরা