আইনি ঝামেলায় জর্জরিত? দেবীর কৃপায় মিলবে সমাধান! নিশ্চিন্তে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ুন, পথেই কাজ হবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Durga Puja 2025 : ফৌজদারী থেকে দেওয়ানি, সমস্ত ধরনের মামলার বিনামূল্যে আইনি পরামর্শ পাওয়া যাবে দুর্গা পুজোর মণ্ডপে। দারুণ উদ্যোগ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের।
advertisement
1/7

দুর্গাপুজায় আনন্দে সামিল হয়ে ঠাকুর দেখতে বেরোলেই মিলবে বিনামূল্যে আইনি পরামর্শ। দুর্গা পুজোর ছুটিতে বন্ধ থাকলে আদালত। ফলে ওই সময় আইনি পরিষেবা পাওয়া যায় না। কিন্তু মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যা একমাত্র পরিষেবার মাধ্যমে মেটানো যায়। তাই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দুর্গা পুজোয় দিচ্ছে বিশেষ সুযোগ। জেলার চারটি সাব ডিভিশন এই মিল ভেবে দুর্গাপুজোর সময় পুজো মণ্ডপে বিনামূল্যে আইনি পরামর্শ। <strong>(ছবি ও তথ্য - সৈকত শী)</strong>
advertisement
2/7
দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার পাশাপাশি এবার পূর্ব মেদিনীপুর জেলাবাসী পাবেন বিশেষ সুবিধা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দুর্গোৎসবের দিনগুলিতে পুজা মন্ডপে বসছে বিনামূল্যে আইনি পরামর্শ কেন্দ্র।
advertisement
3/7
ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত, চার দিন জেলার চারটি মহকুমায় ছয়টি স্টলে আইনি পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি।
advertisement
4/7
এই উদ্যোগের সূচনা হয় তমলুকের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আইনি পরিষেবার স্টল পুজো মণ্ডপ চত্বরে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিচারক প্রিয়ব্রত দত্ত।
advertisement
5/7
উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি, পসকো কোর্টের বিচারক সুস্মিতা মুখার্জি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ মনোদীপ সাহা রায়, সহ একাধিক বিশিষ্ট বিচারকগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।
advertisement
6/7
জেলা জজ প্রিয়ব্রত দত্ত জানান, 'দুর্গাপুজোর সময় মানুষ ঠাকুর দেখতে বের হন। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, যাদের আইনগত পরামর্শ নিতে চান। তাঁরা এই স্টল থেকে একেবারে আইনি পরিষেবা পাবেন।'
advertisement
7/7
জানা যায়, পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত সমস্যা, নারী নির্যাতন, পেনশন বা সরকারি পরিষেবার জটিলতা সহ নানা বিষয়ে সাধারণ মানুষ এখানে আইনি সাহায্য ও প্রয়োজনীয় তথ্য পাবেন। <strong>(ছবি ও তথ্য - সৈকত শী)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আইনি ঝামেলায় জর্জরিত? দেবীর কৃপায় মিলবে সমাধান! নিশ্চিন্তে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ুন, পথেই কাজ হবে