TRENDING:

হলটা কী! জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি, আচমকা দল বেঁধে হাজির পুলিশ, জানুন আসল ঘটনা

Last Updated:
দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যখন জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। তখন হঠাৎ বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে পুলিশি হানা, কী এমন হল দুর্গাপুরে! জেনে নিন
advertisement
1/6
হলটা কী! জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি, আচমকা দল বেঁধে হাজির পুলিশ, জানুন আসল ঘটনা
দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যখন জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। তখন হঠাৎ বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে পুলিশি হানা, কী এমন হল দুর্গাপুরে! জেনে নিন। পুজো কমিটিগুলি যেভাবে মণ্ডপ গড়ছেন তাতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও সমাগমে বিপদ ডাকছে না তো! মণ্ডপের পরিকাঠামো ও কমিটির তৎপরতা খতিয়ে দেখতে পুজোর আগেই বিগ বাজেটের মণ্ডপগুলিতে পৌঁছে যাচ্ছেন পুলিশি টিম।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
মণ্ডপগুলিতে নজরদারির জন্য গড়ে তোলা হয়েছে আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ 'ক্রাউড ম্যানেজমেন্ট টিম'। পুলিশের উচ্চ কর্তা সহ পুলিশ আধিকারিকরা মণ্ডপ চত্বর সরেজমিনে খতিয়ে দেখছেন। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
দুর্গাপুর শহর জুড়ে প্রায় ২০ টির অধিক বিগ বাজেটের দুর্গাপুজো হয়। ওই পুজো কমিটির পুজোর বাজেট থাকে প্রায় ২০ - ৫০ লক্ষ টাকার অধিক। পুজোর সময় ওই মণ্ডপগুলিতে ২৪ ঘন্টায় উপচে পড়া ভিড় থাকে দর্শনার্থীদের।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে হাজার হাজার দর্শনার্থীদের কোনও দুর্ঘটনা অথবা বিপদের যাতে কোনও আশঙ্কা না থাকে তার জন্যই পুলিশের ক্রাউড ম্যানেজমেন্টর টিম আগাম নজরদারি চালতে শুরু করেছেন। বিশৃঙ্খলা ও দুষ্কৃতিমূলক কার্যকলাপ এড়াতে পুলিশ প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিয়েছেন।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
বিগ বাজেটের পুজোগুলির মণ্ডপ তৈরির কাজ এক থেকে দু'মাস আগেই শুরু হয়ে যায়। পুজো কমিটিগুলি বিশৃঙ্খলা এড়াতে মণ্ডপের প্রবেশ ও বহির্দ্বার সঠিকভাবে করছেন কিনা সর্বপ্রথম পুলিশ খতিয়ে দেখেন। পাশাপাশি গাড়ি পার্কিং ব্যবস্থাও দেখা হয়। যানজট এড়াতে কোন কোন রুট ব্যবহার হবে সেই বিষয়েও পুলিশ তৎপর থাকবেন।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসি পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "মণ্ডপে নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। দর্শনার্থীদের কোনও সমস্যা যাতে না হয় তার ওপর নজরদারি চলবে।" ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হলটা কী! জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি, আচমকা দল বেঁধে হাজির পুলিশ, জানুন আসল ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল