Durga Puja 2025 : পুজোয় অশান্তি করলে কপালে কিন্তু দুর্ভোগ আছে! আপনি না দেখলেও, আপনাকে সবসময় দেখছে পুলিশ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Durga Puja 2025 : নির্বিঘ্নেই কাটছে দক্ষিণ ২৪ পরগনার পুজো, বেড়াতে গেলে জানাতে বলা হয়েছে থানায়। মানুষের নিরাপত্তায় আর কী কী ব্যবস্থা করেছে পুলিশ, জেনে রাখুন।
advertisement
1/6

নির্বিঘ্নেই কাটছে ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুজো। এখনও পর্যন্ত বড় দুর্ঘটনা অথবা কোনও অসুবিধার সম্মুখীন হতে হয়নি পুলিশকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকায় এই সুবিধা পাওয়া গিয়েছে। চলছে সাদা পোশাকে পুলিশের নজরদারি। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
2/6
ছোট-বড় মিলিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় প্রায় দু'হাজারের বেশি দুর্গা পুজো হচ্ছে। দর্শনার্থী থেকে এলাকার বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুজোতে কেউ বেড়াতে গেলে স্থানীয় থানাতে জানাতে বলা হয়েছে।
advertisement
3/6
সুন্দরবন পুলিশ জেলায় কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে জলপথে। আরটি মোবাইল চলছে। কন্ট্রোল রুম খুলে ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে। সমুদ্র তট এলাকায় পুলিশি নজরদারি চলছে।
advertisement
4/6
বিশেষ বাহিনীকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে এলাকায় এলাকায় টহলদারি শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। নজরদারি চালানোর ফাঁকে এলাকার পুজো কমিটির অনুরোধে পুজো উদ্বোধন করছেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়ে দর্শনার্থীদের আশ্বস্ত করতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
5/6
সুন্দরবন পুলিশ জেলায় আবার দুর্যোগে প্রাণ হারানো জেলেদের পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সেখিনে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ড: কোটেশ্বর রাও, এমএস শৈলজা দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।
advertisement
6/6
এদিকে এখনও পর্যন্ত বড় ধরনের কিছু ঘটনা অথবা রোড ট্রাফিক আ্যক্সিডেন্ট না হওয়ায় খুশি সকলেই। এভাবে আর কয়েকটা দিন কেটে গেলেই এবছর এই দুই পুলিশ জেলা দুর্ঘটনা হীন পুজো কাটাতে পারবে। এলাকায় উইনার্স বাহিনী ঘুরে বেড়াচ্ছে। সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। <strong>(ছবি ও তথ্য : নবাব মল্লিক)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : পুজোয় অশান্তি করলে কপালে কিন্তু দুর্ভোগ আছে! আপনি না দেখলেও, আপনাকে সবসময় দেখছে পুলিশ