Durga Puja 2025: হাওড়ার পুজো পরিক্রমা! কোথায় কী! রইল গাইড ম্যাপ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Puja 2025: ঢাকে কাঠি পড়ে গেছে। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা ঘটে গেছে। এখন শুধু মায়ের মর্ত্যে আগমনের অপেক্ষা । আর শহরের পুজোগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে জেলার পুজোগুলোও । হাওড়ার উলুবেড়িয়ার দুর্গাপুজো গাইড ম্যাপ ২০২৫-এর জন্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশ একটি ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করেছে।
advertisement
1/8

উলুবেড়িয়া: ঢাকে কাঠি পড়ে গেছে। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা ঘটে গেছে। এখন শুধু মায়ের মর্ত্যে আগমনের অপেক্ষা । আর শহরের পুজোগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে জেলার পুজোগুলোও । হাওড়ার উলুবেড়িয়ার দুর্গাপুজো গাইড ম্যাপ ২০২৫-এর জন্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশ একটি ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করেছে। যেখানে থানার আওতাধীন গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল ও সংবেদনশীল এলাকাগুলির তথ্য রয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/8
এবার গাইড ম্যাপের পাশাপাশি বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। স্মার্টফোনে একটি অ্যাপের মাধ্যমেও এই ম্যাপ দেখতে পাবেন সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীরা। এই ম্যাপটি স্মার্টফোনের মাধ্যমে দেখা যাবে, যা পুজো প্যান্ডেলগুলি খুঁজে পেতে এবং এলাকাগুলি সম্পর্কে তথ্য পেতে সাহায্য করবে । এই গাইড ম্যাপে থানার আওতাধীন সমস্ত গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল, সংবেদনশীল এলাকা, যানবাহন চলাচলের রুট, ট্রাফিক ডাইভারশন, পার্কিং জোন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
advertisement
3/8
উলুবেড়িয়া থানা, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে জানানো হয়,প্রতি বছরের মত এই বছরও পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হল দুর্গাপুজো গাইড ম্যাপ–২০২৫। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটা অ্যাপ ডেভলপমেন্টের করা হয়েছে। এর মাধ্যমেও লোকেশনে পৌঁছতে পারবেন।
advertisement
4/8
উলুবেড়িয়ার উল্লেখযোগ্য দুর্গাপুজো গুলোর মধ্যে বাজারপাড়া, কালীবাড়ির দুর্গাপুজো এবং হসপিটাল কালীবাড়ির দুর্গাপুজো যা "হাইরোডের এপারে" অবস্থিত এই পুজোগুলো বিশেষভাবে পরিচিত।এই গাইড প্রকাশের মূল উদ্দেশ্য হলো দুর্গাপুজোর দিনগুলোতে জনসাধারণের জন্য নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট ও ভিড় নিয়ন্ত্রণে রাখা।
advertisement
5/8
দুর্গাপুজোর পথ নির্দেশিকা ও যানবাহন চলাচলের নির্দেশিকা এক নজরে দেখে নিন :সমস্ত যানবাহন আরোহীদের জন্য জানান হচ্ছে দুর্গাপুজো উপলক্ষ্যে গঙ্গারামপুর থেকে গরুহাটা বাইপাস রাস্তাটি চালু করে দেওয়া হবে। এতে ভারী মালবাহী গাড়ি ব্যাতীত সমস্ত গাড়ি চলাচল করতে পারবে ।উলুবেড়িয়া স্টেশন থেকে ডোমপাড়া ফ্লাইওভার হয়ে গঙ্গারামপুর মোড় হয়ে বাইপাস রাস্তা ধরে ভক্তার মোড় গরুহাটা মোড় থেকে শ্যামপুর।
advertisement
6/8
উলুবেড়িয়া স্টেশন থেকে ৪২ রেল ব্রিজ হয়ে সিজবেড়িয়া মসজিদ তলা থেকে ফুলেশ্বর বাস স্ট্যান্ড।উলুবেড়িয়া স্টেশন থেকে পায়ে হেঁটে ৫০০ মিটার ও. টি. রোড। উলুবেড়িয়া স্টেশন থেকে বাম দিকের রাস্তা ধরে কামারশাল মোড়। গঙ্গারামপুর মোড় থেকে কৈজুরী হয়ে বিরশিবপুর।নিমদিঘি মোড়ে বাস থেকে নেমে সার্ভিস রাস্তা ধরে জেলেপাড়া ব্রিজ থেকে সি আই রোড ধরে মসজিদ তলা ফুলেশ্বর বাস স্ট্যান্ড।ও. টি. রোড এ গঙ্গারামপুর থেকে ভক্তার মোড়, গরুহাটা মোড় লকগেট মোড় পর্যন্ত মোটর সাইকেল ব্যতীত সমস্ত যানবাহন নিষিদ্ধ থাকবে।
advertisement
7/8
যানবাহন পার্কিং-এর জায়গাগুলি হল :-ক) ১১ ফটক বাস স্ট্যান্ড খ)ওল্ড হসপিটাল মোড় শুধুমাত্র মোটর সাইকেল গ) হিমায়েত পেট্রোল পাম্প ঘ) নরেন্দ্র মোড় নিউ পি. এস ১০) সমস্ত দর্শণার্থীদের জন্য পুলিশ সহায়তা কেন্দ্র :- ক)নরেন্দ্র মোড় খ) গঙ্গারামপুর মোড় গ)গরুহাটা মোড়
advertisement
8/8
শান্তিপূর্ণ পুজো কাটানোর জন্য ঢালাও পুলিশি ব্যবস্থা থাকবে। পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় সড়ক থেকে সামান্য দূরত্বে বাগনান লাইব্রেরী মোড়। বাগনানের উল্লেখযোগ্য পুজো গুলি হল বাগনান চন্দ্রপুর স্বস্তিক সঙ্ঘের পুজো মণ্ডপ, বাগনান বেড়াবেড়িয়া মিলন সঙ্ঘের পুজো মণ্ডপ, বাগনান খাদিনান মহামায়া সঙ্ঘের পুজো মণ্ডপ, বাগনান খালোড় যুব সংঘ। এবং বাউরিয়া যুব গোষ্ঠী হার্ড বাউড়িয়ার মত উল্লেখযোগ্য পুজো। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)