TRENDING:

প্রযুক্তির মায়াজালে সম্পর্কের উষ্ণতা ছিন্ন! কীভাবে নেটদুনিয়া গ্রাস করছে গোটা সমাজকে? সেই প্রতিচ্ছবি এবার মণ্ডপে, কোথায় জানুন

Last Updated:
Durga Puja 2025: আধুনিক জীবনে মোবাইল আমাদের সঙ্গী, কিন্তু সেই সঙ্গই হয়ে উঠছে বিপদ। কীভাবে মানুষ ক্রমশ বন্দি হচ্ছে মোবাইলের জালে। সোনারপুরের বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩'তম বর্ষের পুজোর থিম নেট দুনিয়ার গ্রাস।
advertisement
1/6
কীভাবে নেটদুনিয়া গ্রাস করছে গোটা সমাজকে? সেই প্রতিচ্ছবি এবার মণ্ডপে, কোথায় জানুন
শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তাই এ বছর সোনারপুর বলাকা সংসদ ও পাঠাগারের উদ্যোগে নতুন চমক পেতে চলেছে দর্শনার্থীরা। মণ্ডপে পা রাখতেই 'নেট দুনিয়ার গ্রাস' হবে সকলে। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
সোনারপুরের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের এক অঙ্গ, বলাকা সংসদ ও পাঠাগার। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে তারা শুধুমাত্র দুর্গাপুজো নয়, বরং নানা সামাজিক কর্মকাণ্ডে রেখেছে গুরুত্বপূর্ণ ছাপ। এবার তারা পা রাখল ৬৩'তম বর্ষে।
advertisement
3/6
আর এবারের থিম 'নেট দুনিয়ার গ্রাস'। আধুনিক জীবনে মোবাইল আমাদের সঙ্গী, কিন্তু সেই সঙ্গই হয়ে উঠছে বিপদ। সকাল থেকে শুরু হয় স্ক্রিনে চোখ রাখা। চলে রাতে ঘুমানোর আগে অবধি। বন্ধুর সঙ্গে আড্ডাও এখন ভার্চুয়াল।
advertisement
4/6
এই নির্ভরশীলতা ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে আমাদের বাস্তব সম্পর্ক থেকে। বলাকা সংসদ ও পাঠাগারের এবারের প্যান্ডেল সজ্জায় ফুটে উঠবে সেই কঠিন বাস্তবতা। কীভাবে মানুষ ক্রমশ বন্দি হচ্ছে মোবাইলের জালে। প্রযুক্তি একদিকে দিচ্ছে সুবিধা, অন্যদিকে কেড়ে নিচ্ছে সম্পর্কের উষ্ণতা।
advertisement
5/6
শিল্পীর হাত ধরে প্রকাশ পাবে সেই বৈপরীত্য। আয়োজকদের বিশ্বাস, দুর্গাপুজো কেবল ভক্তির উৎসব নয়। এ উৎসব সমাজকে ভাবায়, নতুন বার্তা দেয়। তাই এবারের দুর্গোৎসবে বলাকা সংসদ ও পাঠাগারের বার্তা, প্রযুক্তির ব্যবহার হোক সচেতনভাবে।
advertisement
6/6
মানবিক সম্পর্ক আর পরিবেশকে বাঁচিয়ে রাখাই হল তাঁদের আসল লক্ষ্য। বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩'তম দুর্গাপুজো এক উৎসব, এক বার্তা, এক সতর্কবার্তা। (ছবি ও তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্রযুক্তির মায়াজালে সম্পর্কের উষ্ণতা ছিন্ন! কীভাবে নেটদুনিয়া গ্রাস করছে গোটা সমাজকে? সেই প্রতিচ্ছবি এবার মণ্ডপে, কোথায় জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল