West Bengal Weather Forecast: আকাশে কালো মেঘ! তৃতীয়ার বিকেল থেকেই কলকাতায় দুর্যোগের ঘনঘটা? ঠাকুর দেখা পুরোই পণ্ড? আলিপুরের আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Durga Puja 2024 Weather Forecast: পুজোর ঠিক আগে ফের দুর্যোগের ভ্রুকুটি বাংলায়। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/11

*নিম্নচাপের প্রভাবে আজ শনিবার রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা মাঝারি বৃষ্টি। দু-এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা কমেছে। স্বাভাবিকের নিচে তাপমাত্রা। কিছুটা স্বস্তিকর আবহাওয়া। বজ্রপাতের আশঙ্কা থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
2/11
*প্রাক-পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে উপকূলবর্তী সংলগ্ন ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত ছবি।
advertisement
3/11
*উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোয় দুর্যোগের আশঙ্কা নেই। সংগৃহীত ছবি।
advertisement
4/11
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ৪ অক্টোবর শুক্রবার সকালে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই উপকূলবর্তী জেলা ও দক্ষিণবঙ্গের জেলায় গুলিতে পড়তে শুরু করেছে। উপকূলবর্তী জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত ছবি।
advertisement
5/11
*জানা গিয়েছে, আগামিকাল রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মূলত আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলিতে। সংগৃহীত ছবি।
advertisement
6/11
*আজ শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সংগৃহীত ছবি।
advertisement
7/11
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, প্রাক পুজোর মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও পুজোয় দুর্যোগের আশঙ্কা নেই। পুজোয় টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
8/11
*শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উওরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি।
advertisement
9/11
*দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসে রিপোর্টে অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। সংগৃহীত ছবি।
advertisement
10/11
*আজ শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগারে বা একটানা বৃষ্টির। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: আকাশে কালো মেঘ! তৃতীয়ার বিকেল থেকেই কলকাতায় দুর্যোগের ঘনঘটা? ঠাকুর দেখা পুরোই পণ্ড? আলিপুরের আপডেট