TRENDING:

Durga Puja 2023: রাজবাড়ির পুজো দেখার ইচ্ছে? ২ হাজার টাকা খরচ করলেই ইচ্ছেপূরণ! রইল ঠিকানা

Last Updated:
দুর্গা পুজোয় বেড়াতে যাওয়ার ভিন্ন স্বাদ নিতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার এই প্রাচীন রাজবাড়ীতে। 
advertisement
1/8
রাজবাড়ির পুজো দেখার ইচ্ছে? ২ হাজার টাকা খরচ করলেই ইচ্ছেপূরণ! রইল ঠিকানা
পঁচেট গড় পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীণ রাজবাড়ীর অন্যতম। সঙ্গীত নাটক সাহিত্য প্রভৃতি শিল্পকলায় সারা বাংলা আলাদা স্থান লাভ করেছে। প্রায় সাড়ে চারশ বছরের বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে এখনও স্ব-মহিমায়।
advertisement
2/8
রাজবাড়ীর ইতিহাসে জড়িয়ে আছে মোগল সম্রাট ঔরঙ্গজেব থেকে ভারতের প্রখ্যাত সঙ্গীত যদু ভট্ট বা যদুনাথ ভট্টাচার্যের কাহিনি। নানা ঘরানা স্থাপত্যশিল্প কলার ইতিহাস ছুঁয়ে দেখার পাশাপাশি।
advertisement
3/8
রাজবাড়ির আত্মীয়তায় থাকা-খাওয়া ও সঙ্গে ৫০০ বছরের দুর্গা পুজোয় শামিল হওয়ার আনন্দ পেতে আসুন এই রাজবাড়ী।
advertisement
4/8
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে অবস্থিত পঁচেট গড় রাজবাড়ি। দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ী গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ ইতিহাস। এই রাজবাড়ির পূর্বপুরুষ কালা মুরারিমোহন দাসমহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক।
advertisement
5/8
তাঁর সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লীর মুঘল দরবারে। মোগল সম্রাট ঔরঙ্গজেব তাম্রলিপ্ত বন্দর এর প্রশাসকের কাজ দেন। তার কাজে খুশি হয়ে মোগল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গা দান করেন।
advertisement
6/8
বর্তমানে হেরিটেজ তকমা পাওয়া রাজবাড়ী ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে মাত্র ১৯০ কিলোমিটার দূরে। সহজেই সড়কপথে পৌঁছানো যায় পঁচেট গড় রাজবাড়ীতে। পঁচেট গড়ে অবস্থিত অনেক মন্দিরের পাশাপাশি রয়েছে এগরার হাটখোলা মন্দির।
advertisement
7/8
দিঘা থেকে পঁচেট গড় এর অবস্থান মাত্র ৪৭ কিলোমিটার। প্রাচীন জনপদের ইতিহাসের হাতছানি আপনাকে নিয়ে যাবে প্রায় ৫০০ বছর। বর্তমানে রাজবাড়ীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হোম স্টে। কড়ি বর্গার ছাদে প্রাচীন রাজবাড়ীর অন্দরে রাত্রি কাটানোর রয়েছে সুবন্দোবস্ত।
advertisement
8/8
মাথাপিছু খরচ দুই হাজার থেকে চার হাজার টাকা। এই রাজবাড়ির সদস্য ফাল্গুনী নন্দন দাস মহাপাত্র এই হোমস্টের তত্ত্বাবধানে রয়েছেন। ফোনে অগ্রিম বুকিং করে ঘুরে আসুন প্রাচীন জনপদ এই পঁচেট গড়ে। যোগাযোগ: +91-7044943794 ইমেইল: enquiry@panchetgarh.com www.panchetgarh.com
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: রাজবাড়ির পুজো দেখার ইচ্ছে? ২ হাজার টাকা খরচ করলেই ইচ্ছেপূরণ! রইল ঠিকানা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল