Durga Puja 2023 Shopping: এবার পুজোর কেনাকাটায় খুব সাবধান, না জানলে বড় বিপদে পড়বেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Durga Puja 2023 Shopping: দুর্গাপুজোর আগে নিজেদের পছন্দমত পোশাক ও দামি ব্র্যান্ডের জামাকাপড় বেছে নিচ্ছেন মানুষজন।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা: সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি জেলার নানা প্রান্তের বাজার গুলিতে কেনাকাটার ভিড় জমতে শুরু করেছে ক্রেতাদের। নিজেদের পছন্দমত পোশাক ও দামি ব্র্যান্ডের জামাকাপড় বেছে নিচ্ছেন মানুষজন। (Rudra Narayan Roy)
advertisement
2/6
তবে দামী ব্রান্ডের জিনিসপত্র কিনলেও, দোকানদার আপনাকে গছিয়ে দিচ্ছে না তো নকল ব্র্যান্ডেড জিনিস! ভাবছেন এ আবার কী রকম! তবে জেনে নিন, জামা কাপড়ের ক্ষেত্রেও দামি নকল ব্র্যান্ডেড জিনিস রয়েছে বাজারে। ব্র্যান্ডেড পোশাকের হুবহু নকল, যা খালি চোখে কিছুতেই ধরা পড়বে না।
advertisement
3/6
এমন পোশাক বাজারে বিক্রি করলেও বিক্রেতাকে কিন্তু পড়তে হতে পারে চূড়ান্ত সমস্যা। নামি ব্রান্ডের ট্যাগ ব্যবহার করে ক্রেতাদের নকল পোশাক বিক্রি করলে তা একপ্রকার প্রতারণা হিসাবেই গণ্য করা হয়। আর তাই এদিন নামি কোম্পানির নাম ব্যবহার করে নকল কাপড় বিক্রি করার অভিযোগে বারাসাত চাঁপাডালি মোড়ের একটি দোকানে আচমকা হানা দিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
advertisement
4/6
যদিও দোকান মালিক ও কর্তৃপক্ষের দাবি, তারা কোম্পানির ঘর থেকেই আসল কাপড় কিনেছেন। কিন্তু ওই ব্র্যান্ডেড কোম্পানি কর্তৃপক্ষ অবশ্য দাবি করছেন, এই কাপড় গুলি বিক্রয় ও সরবরাহের কোন বৈধতা নেই ওই দোকানের।
advertisement
5/6
কোম্পানির তরফ থেকে অভিযোগ পাওয়ার পরই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বারাসাত থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই দোকানে পৌঁছন এবং তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ (ধরে নেওয়া হচ্ছে নকল) কাপড় উদ্ধার করেন।
advertisement
6/6
এই কাপড়গুলি দিয়ে জামা, প্যান্ট, কোট ইত্যাদি বানানো হয়। তাই এবার পুজোয় মার্কেটিংয়ে চোখ কান খোলা রেখে সতর্ক হয়ে করুন কেনাকাটা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023 Shopping: এবার পুজোর কেনাকাটায় খুব সাবধান, না জানলে বড় বিপদে পড়বেন!