TRENDING:

থিম বিশ্বরূপে‌ণ সংস্থিতা, আস্ত প্যান্ডেল কোন্নগড় থেকে উড়ে যাবে ক্যালিফোর্নিয়া!

Last Updated:
চলছে জোর কদমে প্যান্ডেল তৈরির কাজ। প্যান্ডেলের থিম 'বিশ্বরূপে‌ণ সংস্থিতা'। (Durga Puja 2022)
advertisement
1/8
থিম বিশ্বরূপে‌ণ সংস্থিতা, আস্ত প্যান্ডেল কোন্নগড় থেকে উড়ে যাবে ক্যালিফোর্নিয়া!
হুগলির কোন্নগরের বাসিন্দা সন্দীপ মুখোপাধ্যায় তৈরি প্যান্ডেল পাড়ি দেবে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। চলছে জোর কদমে প্যান্ডেল তৈরির কাজ। প্যান্ডেলের থিম 'বিশ্বরূপে‌ণ সংস্থিতা'। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
2/8
১৮ ফুট উচ্চতা ও ৪০ ফুট দৈঘ্যের এই প্যান্ডেল বিমানে করে পৌঁছে যাবে ক্যালিফোর্নিয়ায়। শিল্পী কোন্নগর থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্যান্ডেল তৈরির কাজের নির্দেশ দেবেন। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
3/8
এই বছর শিল্পী ৭ টি থিমের প্যান্ডেল তৈরি করছেন। তার মধ্যে একটি ক্যালিফোর্নিয়ায় অন্যতম দুর্গাপুজোর অডিটোরিয়াম 'বে এরা ইন্ডিয়ান প্রবাসী দুর্গাপুজো'-তে প্যান্ডেলটি সুসজ্জিত থাকবে। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
4/8
সোশ্যাল মিডিয়া মারফত ক্যালিফোর্নিয়ায় প্রবাসী দুর্গাপূজা কমিটির সঙ্গে যোগাযোগ হয় কোন্নগরের শিল্পী সন্দীপ মুখোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়াতেই কাজের নমুনা দেখে কাজ পাকা হয় শিল্পীর। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
5/8
গত জুলাই মাসে কাজের বরাত মিলতেই শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। উত্তর কলকাতার এক জায়গায় শিল্পী তাঁর প্যান্ডেল তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন সহকর্মীদের নিয়ে। পলক ফেলার সময় নেই এই মুহূর্ত। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
6/8
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্যালিফোর্নিয়া থেকে কয়েকজন সদস্যের দল আসবেন এই মণ্ডপটির ইনস্টলেশন দেখতে। তারপর বিমান চড়েই সোজা পাড়ি দেবে গোটা মন্ডপটি। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
7/8
সন্দীপ মুখোপাধ্যায় বলেন, বাঙালি হিসেবে তিনি প্রথম তাঁর তৈরি প্যান্ডেল পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে। ইউনেস্কো বাংলার দুর্গাপূজাকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পর দুর্গাপূজা এখন গোটা বিশ্বব্যাপী উৎসব। (রিপোর্টার- রানা কর্মকার)
advertisement
8/8
সেই থেকেই তাঁর এই থিমের ভাবনা, বিশ্বরূপেণ সংস্থিতা। নিজের শিল্পকলা বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিদের দুর্গোৎসবের আনন্দ দেবে, তাতেই আনন্দিত শিল্পী। (রিপোর্টার- রানা কর্মকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
থিম বিশ্বরূপে‌ণ সংস্থিতা, আস্ত প্যান্ডেল কোন্নগড় থেকে উড়ে যাবে ক্যালিফোর্নিয়া!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল