TRENDING:

Durga Puja 2021: এক টাকার কয়েনে 'দশভূজা দুর্গা', মসুর দানায় 'জগন্নাথ'! তাক লাগাচ্ছেন বীরভূমের কৃষকপুত্র সুশান্ত...

Last Updated:
Durga Puja 2021: আগামী দিনে সে বাড়িতেই একটি আর্ট গ্যালারি করতে চান ২২ বছর বয়সি ওই যুবক সুশান্ত মণ্ডল (Bangla news)।
advertisement
1/9
এক টাকার কয়েনে 'দুর্গা', মসুর দানায় 'জগন্নাথ'! তাক লাগাচ্ছেন কৃষকপুত্র সুশান্ত..
তুলির টানে সূক্ষাতিসূক্ষ কাজ করার নজির রয়েছে বিশ্বের একাধিক শিল্পীদের। ঠিক তেমনি নজির এক যুবক শিল্পীর খোঁজ মিললো বীরভূমে। বীরভূমের ডেউচা গ্রাম পঞ্চায়েতের গামিরা গ্রামের ২২ বছর বয়সি ওই যুবক সুশান্ত মণ্ডল। তার হাত ধরে সূক্ষ্ম তুলিতে ফুটে উঠেছে নানান শিল্পকীর্তি (Durga Puja 2021)।
advertisement
2/9
চাষিবাসী ঘরের ছেলে সুশান্তর বাবা উজ্জ্বল মণ্ডল আড়াই বিঘা জমির চাষবাস করেই সংসার চালান। মা অনিতা মণ্ডলের বাড়ির কাজকর্ম সামলাতেই সময় পেরিয়ে যায়।
advertisement
3/9
সুশান্ত ডঃ সুধা কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার পর প্রথমে রেগুলারে স্নাতক পড়ার জন্য ভর্তি হন। কিন্তু পরে কোনও কারণবশত তা তাকে ছাড়তে হয় এবং বর্তমানে সুশান্ত সিউড়ি বিদ্যাসাগর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা অনার্স করছেন।
advertisement
4/9
তবে পড়াশোনা চললেও সুশান্তর মূল ঝোঁক ছিল আঁকা। আর এই ঝোঁকের বশেই কখনও সে দেশলাইয়ের কাঠি পরপর সাজিয়ে তার উপর সহজেই এঁকেছেন দশোভূজার ছবি, কখনও আবার এঁকেছেন এক একটি মুসুর দানার উপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
advertisement
5/9
এছাড়াও তার কারুকার্যের তালিকায় রয়েছে পুরাতন ছোট এক টাকার কয়েনের উপর সুভাষ চন্দ্রের মুখ, পাথরের বিদ্যাসাগরের মুখ, দুর্গার মুখ, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ, প্যাঁচা, প্রকৃতি ইত্যাদি। রয়েছে চক কেটে জল ধরো প্রকল্পের লোগো, কড়ির উপর নকশাও।
advertisement
6/9
এখানেই শেষ নয় তার হাত দিয়ে ফুটে উঠতে দেখা গিয়েছে  পালকের উপর এপিজে আবদুল কালাম, লতা মঙ্গেশকরকে। পাকুর পাতার উপর গণেশের মুখ এবং পাকুর পাতা দিয়ে সুন্দর গণেশ।
advertisement
7/9
সুশান্ত এই সকল ছবি এঁকে তার সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে আপলোড করে থাকেন। আর সে সব দেখে তার সোশ্যাল মাধ্যমের বন্ধুরা তাকে উৎসাহ যোগায়। সোশ্যাল মাধ্যমের বন্ধুবান্ধবরা ছাড়াও স্থানীয় বন্ধুবান্ধবরাও তাকে উৎসাহ দেন। তবে সুশান্তর আক্ষেপ, গ্রাম্য এলাকায় হওয়ার দরুন এই সকল কাজের কদর নেই।
advertisement
8/9
সুশান্ত জানিয়েছেন, আগামী দিনে সে বাড়িতেই একটি আর্ট গ্যালারি করতে চান। তবে এখনও পর্যন্ত কারোর থেকে কোনরকম সাহায্য সে নেয়নি। বরং শিক্ষা বলতে বিভিন্ন সোশ্যাল মাধ্যম দেখে কিছু তৈরি করার আগ্রহ থেকেই এমন সাফল্য।
advertisement
9/9
আবার বর্তমানে সে বাবা মায়ের মাথার উপর থেকে হাত খরচ ও অন্যান্য খরচ লাঘব করার জন্য গুটিকয়েক খুদেদের নিয়ে আঁকার ক্লাস শুরু করেছেন। তার স্বপ্ন, এই ভাবেই সে কোন না কোন একদিন বাড়িতে একটি আর্ট গ্যালারি তৈরি করে ফেলবেন। মাধব দাস
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: এক টাকার কয়েনে 'দশভূজা দুর্গা', মসুর দানায় 'জগন্নাথ'! তাক লাগাচ্ছেন বীরভূমের কৃষকপুত্র সুশান্ত...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল