Belur Math Kumari Puja: বেলুড় মঠের প্রাচীন রীতি, দেখুন মহাষ্টমীর কুমারী পুজোর ঝলক...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
করোনার মধ্যেই রাজ্যে চলছে উৎসব। সমস্ত বারোয়ারি পুজোর পাশাপাশি এবছরেও বেলুড়মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে এ বছর ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ (Belur Math Kumari Puja)।
advertisement
1/8

করোনার মধ্যেই রাজ্যে চলছে উৎসব। সমস্ত বারোয়ারি পুজোর পাশাপাশি এবছরেও বেলুড়মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে এ বছর ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ (Belur Math Kumari Puja)।
advertisement
2/8
কিন্তু রীতিতে কোনও কার্পণ্য নেই। নিয়ম মেনেই মহাষ্টমীতে কুমারী পুজো বেলুর মঠে। চিরাচরিত প্রথা অনুযায়ী মঙ্গলারতির পর শুরু হয়েছে মহাষ্টমী পুজো।
advertisement
3/8
সকাল ৯ টায় শুরু হয়েছে কুমারী পুজো। এ বছরের কুমারী সোমশেখর চক্রবর্তী এবং শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে পাঁচ বছরের শরণ্যা। বেলুড় মঠের সন্ন্যাসীদের কোলে বসেই মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা।
advertisement
4/8
তাকে পুজো করা হয় উমা রূপে। গত বছর পূজারী এবং কুমারীর মুখে মাস্ক না থাকায় প্রশ্ন উঠেছিল। কিন্তু এবছর প্রত্যেকের মুখেই ছিল মাস্ক।
advertisement
5/8
বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতেই কুমারী পূজা করেছিলেন তিনি। সেই থেকেই এই প্রথা পালন করে আসছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
advertisement
6/8
প্রতিবছর অষ্টমীতে বেলুড়মঠে আসেন অসংখ্য ভক্ত। তবে করোনার কারণে গত বছরের পর এবছরও বেলুড়মঠে দর্শকদের প্রবেশ নিষেধ।
advertisement
7/8
তবে পুজোর বিভিন্ন দৃশ্য বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ভক্তকুল।
advertisement
8/8
প্রতি বছর মঠের সন্ন্যাসীরা কুমারীকে কোলে করে পুজোর স্থানে আনলেও গতবছর থেকেই কুমারীকে নিয়ে আসে তাঁর পরিবার। বাগবাজার সর্বজনীনেও কোভিড বিধি মেনে গতবার আয়োজন করা হয় কুমারী পুজোর। (সব ছবি-- দেবাশিস চক্রবর্তী।)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Belur Math Kumari Puja: বেলুড় মঠের প্রাচীন রীতি, দেখুন মহাষ্টমীর কুমারী পুজোর ঝলক...