Drone In Gangasagar Mela: লাখো ভক্তের ভিড় হবে গঙ্গাসাগরে, সুরক্ষা ব্যবস্থায় এবার আসছে ড্রোন, বসবে ট্রাফিক লাইট
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Drone In Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার ভিড় মোকাবিলায় ড্রপ গেটে বসবে ট্রাফিক লাইট, আসছে ড্রোন
advertisement
1/5

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরে ভিড় মোকাবিলায় ড্রপগেটে বসবে ট্রাফিক লাইট, আসছে ড্রোন। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে বিভিন্ন জায়গায় ড্রপ গেট তৈরি হয়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে রাখা হয় ভিড়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
এবার সেই ড্রপ গেটে বসানো হবে ট্রাফিক লাইট। এর ফলে দূর থেকে মানুষ দেখে বুঝতে পারবেন কখন থামতে আর কখন এগিয়ে যেতে হবে। এরকম ৪০টি স্থান চিহ্নিত করা হয়েছে।
advertisement
3/5
লট এইট, কচুবেড়িয়া এবং মেলা গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় এই ব্যবস্থা থাকবে। সুন্দরবন পুলিশ জেলার সুপারিশ মেনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কোথায় বসবে ড্রপগেট তার দেখা হচ্ছে।
advertisement
4/5
নজরদারির জন্য বসানো হচ্ছে ৩১টি ওয়াচ টাওয়ার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন অঞ্চলে হচ্ছে ২২০ সাবস্টেশন। মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে ১৫৫টি।
advertisement
5/5
এছাড়াও ভেসেল আটকে গেলে বা পূণ্যার্থীদের কোথাও সমস্যা হলে ড্রোন দিয়ে সেখানে খাবার পাঠানো যাবে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। এছাড়া ড্রোন দিয়ে সঠিক ছবি ও তথ্য বিশ্লেষণ করা হবে। এবছর ম্যান প্যাকেজিং ঠিকমত করতে চাইছে প্রশাসন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Drone In Gangasagar Mela: লাখো ভক্তের ভিড় হবে গঙ্গাসাগরে, সুরক্ষা ব্যবস্থায় এবার আসছে ড্রোন, বসবে ট্রাফিক লাইট