Drone: সে কী! ভারত-পাক সংঘাতের সময় মুর্শিদাবাদে এবার ড্রোন! সীমান্তের শেষ গ্রামে এ কী মিলল, প্রবল আতঙ্ক! নিয়ে গেল BSF
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Drone: জঙ্গিপুর পুলিশ জেলার সুত্রে জানা যায়, উদ্ধার হওয়া সন্দেহজনক ড্রোনটি কোথা থেকে এসেছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
advertisement
1/6

বহরমপুর: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষিত হলেও এখনও পরিস্থিতি মোটেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। ভারত-পাকিস্তান এই অশান্তির আবহেই মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে শনিবার রাতে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
2/6
জঙ্গিপুর পুলিশ জেলার সুত্রে জানা যায়, উদ্ধার হওয়া সন্দেহজনক ড্রোনটি কোথা থেকে এসেছে, পুলিশ তা খতিয়ে দেখছে। ড্রোনটি পরীক্ষা করার জন্য বিএসএফ নিয়ে গিয়েছে।
advertisement
3/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কিছু যুবক মাঠের পাশে বসে গল্প করছিল। সেই সময়ে এক ব্যক্তি ভুট্টার জমির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। এরপর গ্রামের বেশ কিছু যুবক আশেপাশের এলাকায় কথাবার্তা বলে ড্রোনটি কেউ শুটিং করানোর জন্য উড়িয়েছিল কিনা তার খোঁজখবর করেন।
advertisement
4/6
যদিও সেই সময়ে ড্রোনটির কোনও মালিককে খুঁজে পাওয়া যায়নি। এরপর এক ব্যক্তি ড্রোনটিকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই ব্যক্তি ড্রোনটি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকায় ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে।
advertisement
5/6
ঘটনার খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানা এবং বিএসএফ আধিকারিকদের। এরপর নিমতিতা ক্যাম্প থেকে বিএসএফ আধিকারিকেরা এসে ড্রোনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নেন।'
advertisement
6/6
স্থানীয় গ্রামের কিছু বাসিন্দা বলেন, ভারত-পাকিস্তান অশান্তির আবহে ড্রোন উদ্ধারের ঘটনায় নতুন করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সামশেরগঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুর-বরোজডিহি এই রাজ্যের শেষ গ্রাম। এর পরই গঙ্গা নদী এবং তারপর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা বলে জানা যায়। ফলে ড্রোন উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Drone: সে কী! ভারত-পাক সংঘাতের সময় মুর্শিদাবাদে এবার ড্রোন! সীমান্তের শেষ গ্রামে এ কী মিলল, প্রবল আতঙ্ক! নিয়ে গেল BSF