East Medinipur News: দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন! সাবধান! নজরদারিতে নেমেছে পুলিশ, ধরা পড়লে আর রক্ষে নেই
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Traffic Police : গত কয়েক মাসে দিঘা–নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার হার বেড়েছে অনেকটাই। অধিকাংশ ক্ষেত্রেই মূল কারণ বেপরোয়া গতি ও নিয়মভঙ্গ। তাই রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে জেলা ট্রাফিক বিভাগের এই বিশেষ নজরদারি শুরু হয়েছে।
advertisement
1/6

দিঘা যাওয়ার পথে এবার দুর্ঘটনা কমাতে উদ্যোগী জেলা ট্রাফিক পুলিশ। বেপরোয়া গাড়ি চালানোয় লাগাম টানতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। দিঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে শুরু হয়েছে বিশেষ নজরদারি অভিযান। লেজার স্পিড গান ও আধুনিক স্পিড মিটার দিয়ে নজর রাখা হচ্ছে প্রতিটি গাড়ির গতিবেগের উপর। অতিরিক্ত গতিতে চলা গাড়িগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের তেলিপুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে থাকা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। স্পিড মিটার ও লেজার গান দিয়ে গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি দ্রুতগামী গাড়ির গতি নির্ণয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বিশেষ অভিযানে ন’টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে চারটি বাসও রয়েছে।
advertisement
3/6
নভেম্বর মাসেই দিঘায় মোট ১১টি বেপরোয়া গতিতে চলা গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের মতে, প্রথমদিকে অনেককেই সতর্ক করা হচ্ছে যাতে তারা সচেতন হন। তবে পুনরাবৃত্তি ঘটলে কড়া শাস্তি দেওয়া হবে। এই উদ্যোগের ফলে চালকদের মধ্যে ইতিমধ্যেই সচেতনতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ট্রাফিক পুলিশ সূত্র খবর, দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে বাস ও প্রাইভেট গাড়ি সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে যেতে পারে। তবে বাজার এলাকায় সে গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে। আর বাইকের ক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার।
advertisement
4/6
গত কয়েক মাসে দিঘা–নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার হার বেড়েছে অনেকটাই। অধিকাংশ ক্ষেত্রেই মূল কারণ বেপরোয়া গতি ও নিয়মভঙ্গ। তাই রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে জেলা ট্রাফিক বিভাগের এই বিশেষ নজরদারি শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, নিয়মিত এমন অভিযান চালান হলে গাড়িচালকদের মধ্যে সতর্কতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। এতে দুর্ঘটনাও কমবে।
advertisement
5/6
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল জানিয়েছেন, “এই অভিযান একদিনের নয়, নিয়মিতভাবে চলবে। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি আরও বলেন, জেলা জুড়ে একাধিক গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র জরিমানা নয়, মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করাও তাদের মূল উদ্দেশ্য।
advertisement
6/6
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, দিঘা–নন্দকুমার জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় স্পিড মনিটরিং সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে। এতে রাস্তায় থাকা গাড়ির গতিবেগ রিয়েল টাইমে নজরদারিতে থাকবে। সব মিলিয়ে, বেপরোয়া গতি রুখতে পথে নেমেছে ট্রাফিক পুলিশ। আশার আলো দেখছেন স্থানীয়ররা। এবার দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা অনেকটাই কমবে বলেই আশা আশাবাদী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন! সাবধান! নজরদারিতে নেমেছে পুলিশ, ধরা পড়লে আর রক্ষে নেই