Dol Utsav 2024: নিয়মের বেড়াজাল ভেঙে সীমান্তে রঙের উৎসবে মাতল খুদেরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
সীমান্ত এলাকার নিয়মের কঠোর বেড়াজাল ভেঙে রঙের উৎসবে মাতল খুদেরা। ছাত্র-ছাত্রীদের নিয়ে দোল উৎসবের আয়োজন করলেন শিক্ষক-শিক্ষিকারা
advertisement
1/5

সীমান্তের খুদে স্কুল পড়ুয়াড়া নিয়মের বেড়াজাল ভেঙে দিনটি কাটাল অনেকটাই অন্যরকমভাবে। সীমান্ত এলাকা হওয়ায় সর্বক্ষণ কড়াকড়ি থাকে, তার মধ্যেই এবার রঙের খেলায় মাততে দেখা গেল স্কুল শিক্ষিকা থেকে ছোট ছোট পড়ুয়াদের।
advertisement
2/5
সীমান্তের তারালী দক্ষিণপাড়া এফ পি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হল রঙের উৎসব। শিক্ষিকারাই আবিরে রাঙিয়ে দিলেন ছোট ছোট ছেলেমেয়েদের।
advertisement
3/5
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। স্কুল ড্রেস সরিয়ে রেখে শাড়ি ও রঙিন পোশাকেই স্কুলে এসেছিল সীমান্ত এলাকার খুদে ছাত্রছাত্রীরা।
advertisement
4/5
নাচ-গানের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারালী দক্ষিণপাড়া এফ পি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মল্লিক, সহ শিক্ষক সুপ্রভাত বিশ্বাস সহ তারালী গ্রাম পঞ্চায়েত মেম্বার সত্যজিৎ বিশ্বাস।
advertisement
5/5
সীমান্তের খুদে স্কুল ছাত্র-ছাত্রীদের কাছে এই রঙের উৎসব যেন হয়ে উঠল প্রাণ খোলা আনন্দের।