Doctor's Appointment In AIIMS: কোনও চিন্তাই নেই, ২ মিনিটেই ফোন থেকে ডাক্তারের বুকিং সেরে নিন, AIIMS নিয়ে এল দারুণ সিস্টেম
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Doctor's Appointment In AIIMS: অত্যাধুনিক কল্যাণী এইমস! মোবাইল অ্যাপেই বুক চিকিৎসক অ্যাপয়েনমেন্ট! জানুন পদ্ধতি
advertisement
1/6

নদিয়ার কল্যানীতে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এইমস হাসপাতাল। অনেকেই চাইছেন জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে। জেনে নিন মোবাইলের মাধ্যমেই কিভাবে করতে পারবেন আপনি চিকিৎসকের এপয়েন্টমেন্ট বুক। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
AIIMS KALYANI অ্যাপস ডাউনলোড করুন। (অবশ্যই আপনার মোবাইল থেকে) নাম ঠিকানা আধার নম্বর পূরণ করুন। ABHA (Ayushman Bharat health account) ADDRESS তৈরি করুন। এটি করবেন ক্রোম থেকে। প্রয়োজনে ইউটিউব দেখে নিন।
advertisement
3/6
Kalyani AIIMS App এ আপনার ABHA এড্রেস এড করুন। প্রয়োজনে ইউটিউব দেখে নিন। এই AIIMS KALYANI অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট অপশনে যান।
advertisement
4/6
আপনার যে রোগ হয়েছে সেটি বাছুন করুন। নিজের পছন্দমত তারিখ ও বেছে বুক করুন। (আপনি আপনার মনোমতো ডেট নাও পেতে পারেন) সাধারণত এক সপ্তাহ পরের ডেট পাওয়া যায়। মানে সাত দিন পরের। রাত্রি ঠিক ১২ টায় মোবাইল নিয়ে বসুন। রেল টিকিটের মত, দ্রুত বুক করুন।
advertisement
5/6
মোবাইল বুক না করেও (যেকোনো দিন রবিবার বাদে) যেতে পারেন। সেক্ষেত্রে খুব ভোরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। (আগে এলে আগে পাবেন এই শর্তে ২০০ জন) আপনারা ওয়াকিং (W) পার্টি হিসেবে পরিচিতই পাবেন।
advertisement
6/6
সেই ক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়িয়ে AIIMS KALYANI অ্যাপ খুলতে হবে, ABHA এড্রেস এড করতে হবে। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য বাড়ি থেকে এগুলো করুন। যদিও বৃদ্ধ এবং বাচ্চাদের অগ্রাধিকার
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Doctor's Appointment In AIIMS: কোনও চিন্তাই নেই, ২ মিনিটেই ফোন থেকে ডাক্তারের বুকিং সেরে নিন, AIIMS নিয়ে এল দারুণ সিস্টেম