South 24 Parganas News: জালে পড়ছে ১৮ কেজির মাছ, আপনিও কি মাছ ধরতে ভালবাসেন? ছুটির দিনে অবশ্যই ঢুঁ মারুন রায়দিঘিতে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: রায়দিঘির দিঘিতে আবার শুরু হল মাছধরা। এখান থেকে বড় মাছ ধরতে পারবেন আপনিও। পাস কেটে এই মাছ ধরা যাচ্ছে।
advertisement
1/6

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়দিঘির দিঘিতে আবার শুরু হল মাছধরা। এখান থেকে বড় মাছ ধরতে পারবেন আপনিও। পাস কেটে এই মাছ ধরা যাচ্ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
সম্প্রতি এই পাশ কেটে একজন ১৮ কেজি ওজনের ভেটকি মাছ পেয়েছেন। তারপর থেকে আবারও অনেকেই এই মাছ ধরতে আসছেন। আপনিও আসতে পারেন এখানেই।
advertisement
3/6
এমনিতেই দিঘির সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। সারাদিন সময় কেটে যাবে এখানে। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘি এখন জলে পরিপূর্ণ।
advertisement
4/6
প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে মাছ ধরার সুযোগ দিচ্ছে ব্লক প্রশাসন। গতবছর সেপ্টেম্বরের প্রথম থেকে দিঘি মাছ ধরার জন্য খুলে দেওয়া হলেও। এবছর অগাস্ট থেকেই মাছ ধরার জন্য অনুমতি মিলছে।
advertisement
5/6
অনলাইন বা অফলাইনে পাস নিয়ে যেতে হবে মাছ ধরতে। বর্তমানে মাছ ধরতে জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য শিকারিরা আসছেন।
advertisement
6/6
তিন হাজার টাকা দিয়ে পাস নিতে হবে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মাছ পড়বে সেগুলি আপনার। এরকম ৩০ টি পাস নেওয়া যাবে। সারাদিন মনের আনন্দে মাছ ধরতে পারবেন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জালে পড়ছে ১৮ কেজির মাছ, আপনিও কি মাছ ধরতে ভালবাসেন? ছুটির দিনে অবশ্যই ঢুঁ মারুন রায়দিঘিতে