Diwali 2025: কালীপুজোর আগে হেব্বি ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে মাটির প্রদীপ, কোনটার কেমন দাম, কোনগুলি ট্রেন্ডে আছে দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Diwali 2025: গত কয়েক বছরে কালীপুজোর বেশ কিছুদিন আগে থেকে মাটির প্রদীপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এবার বাহারি মাটির প্রদীপের দিকে আগ্রহ ক্রেতাদের। কোন প্রদীপের কত দাম, কোনগুলির ডিম্যান্ড বেশি জেনে নিন।
advertisement
1/5

বাহারি লাইটকে পাল্লা দিয়ে কালীপুজোর বাজারে মাটির প্রদীপের দারুণ চাহিদা। এবার চিনা লাইটকে পিছনে ফেলে বাজার দখল করেছে বাংলার আলো। ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে, টু ইন ওয়ান প্রদীপ, ঝুলন্ত পঞ্চপ্রদীপ , আকাশদীপ, স্ট্যান্ড প্রদীপ, হারিকেন, পদ্মকাটিং পঞ্চপ্রদীপ সহ নানা ধরণের আকর্ষণীয় প্রদীপ। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাজুড়ে আলোর উৎসবও পালিত হয়। দীপাবলি ও কালীপুজোয় মেতে ওঠে বাংলার মানুষ। যদিও উৎসব এক হলেও যুগের সঙ্গে তাল মিলিয়ে উৎসবের ধরণ বদলেছে। এবার কালীপুজোর বাজারে যেমন বাংলার প্রদীপের দারুণ চাহিদা দেখা যাচ্ছে।
advertisement
3/5
কালীপুজো বা আলোর উৎসব মানে চিনা আলোর দাপাদাপি। দীপাবলির কয়েক মাস আগে থেকে বাজারজুড়ে চিনা আলোর পসরা দেখা যায়। এবারও বাজার-দোকানে এই আলোর পসরা রয়েছে। তবে তুলনামূলকভাবে চাহিদা অনেকটাই কম। এবার চিনা আলোকে পিছনে ফেলে বাজার দখল করছে বাংলার আলো। বাজারজুড়ে চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরণের মাটির প্রদীপ।
advertisement
4/5
কয়েক বছর আগেও কালীপুজোয় মোমবাতি জ্বালিয়ে আলোর উৎসবে মাতোয়ারা হত মানুষ। ধীরে ধীরে সেই প্রবণতা কমতে শুরু করে। কালীপুজোয় মোমবাতির সঙ্গে ইলেকট্রিক আলো জ্বালিয়ে উৎসবে শামিল হতে শুরু করেন অনেকে। মোমবাতি ব্যবহার হলেও ইলেকট্রিক আলোর দাপটে চাহিদা কিছুটা কমেছে। এবার সবকিছুকে পিছনে ফেলে ক্রমশ মাটির প্রদীপের চাহিদা বাড়ছে।
advertisement
5/5
গত কয়েক বছরে কালীপুজোর বেশ কিছুদিন আগে থেকে মাটির প্রদীপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এবার বাহারি মাটির প্রদীপের দিকে আগ্রহ ক্রেতাদের। কালীপুজো উপলক্ষে বেশ কিছুদিন আগে থেকে পাইকারি বাজারে মাটির প্রদীপের ডিম্যান্ড দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। এবার আলোর উৎসবে বাজার দখল করছে টু ইন ওয়ান প্রদীপ, ঝুলন্ত পঞ্চপ্রদীপ, আকাশদীপ, স্ট্যান্ড প্রদীপ, হ্যারিকেন, পদ্মকাটিং পঞ্চপ্রদীপ ইত্যাদি। এগুলির দাম ৪০-৭০ টাকার মধ্যে। এছাড়াও গুঁড়ো বা ছোট ও সিঙ্গেল প্রদীপ, ১ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বিভিন্ন প্রদীপেরও দারুণ চাহিদা। এই প্রসঙ্গে পাইকারি ব্যবসায়ী পাল কো'র কর্ণধার সুমন পাল জানান, মাটির প্রদীপের চাহিদা এবার দারুণ। মাঝেমধ্যেই পাইকারি বাজারে চাহিদা থেকে জোগান কম হয়ে যাচ্ছে। পুজো যত এগিয়ে আসছে ততই খুচরো বাজারে চাহিদা বাড়ছে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Diwali 2025: কালীপুজোর আগে হেব্বি ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে মাটির প্রদীপ, কোনটার কেমন দাম, কোনগুলি ট্রেন্ডে আছে দেখুন