Birbhum News: রাজ্যের অন্য কোথাও নয়! মহাষ্টমীতে বীরভূমেই টিকে আছে শতাব্দী প্রাচীন এই রেওয়াজ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
District Durga Puja 2025: মহাষ্টমী-মহানবমীর সন্ধিক্ষণে অস্ত্র হাতে বিজয়ের উল্লাস।রাজ্যের অন্য কোথাও নয়, বীরভূমের দুবরাজপুরেই টিকে আছে শতাব্দী প্রাচীন জয়তারার অনন্য রেওয়াজ।
advertisement
1/6

দুবরাজপুর,বীরভূম, সুদীপ্ত গড়াই: বাংলাজুড়ে দুর্গাপুজোতে রীতি-রেওয়াজ প্রায় একই থাকলেও বীরভূমের দুবরাজপুরে রয়েছে এক ব্যতিক্রমী প্রথা ‘জয়তারা উৎসব’। মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত এই উৎসব আজও শহরের গর্ব হয়ে দাঁড়িয়েছে। প্রবীণ থেকে বর্তমান প্রজন্মের মানুষদের দাবি, রাজ্যের অন্য কোথাও এমন রীতি চোখে পড়ে না।
advertisement
2/6
মঙ্গলবার মহাষ্টমীর বলিদান সম্পন্ন হওয়ার পর শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে প্রবীণরা হাতে নেন ঢাল, তরোয়াল, বল্লম, ত্রিশূলসহ নানা অস্ত্র। ঢাকের তালে তালে শোভাযাত্রা নিয়ে তারা এক মণ্ডপ থেকে আরেক মন্ডপে ঘুরে বেড়ান। শহরের বিভিন্ন রাস্তায় তখন ভিড় জমে যায় দর্শকদের।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/6
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহিষাসুর বধের পর দেবতারা হাতে অস্ত্র নিয়ে বিজয় উল্লাসে মেতেছিলেন। সেই ঘটনার প্রতীক হিসেবেই যুগের পর যুগ ধরে দুবরাজপুরে চলে আসছে জয়তারা উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠাই এই উৎসবের মূল বার্তা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/6
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় দুবরাজপুর শহরে। ফলে উৎসব হয় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/6
দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানান, শহরে প্রায় ৫০টি দুর্গাপূজা হয় এবং প্রতিটি মণ্ডপ থেকেই অষ্টমীর বলিদানের পর জয়তারা বের হয়। শোভাযাত্রা শেষে প্রতিটি মণ্ডপ নিজেদের আসনে ফিরে আসে। তিনি আরও বলেন, “এটা অশুভ শক্তির বিনাশ এবং বিজয় উল্লাসের প্রতীক। ছোট থেকে এই প্রথা দেখে আসছি, কোনোদিন কোনো অশান্তি হয়নি।”ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
6/6
জয়তারা উৎসবের মূল বার্তা একটাই, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির প্রতিষ্ঠা। শতাব্দী প্রাচীন এই রীতি আজও দুবরাজপুরের মানুষের মধ্যে একতা, ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রাজ্যের অন্য কোথাও নয়! মহাষ্টমীতে বীরভূমেই টিকে আছে শতাব্দী প্রাচীন এই রেওয়াজ