Digha: মন্দির উদ্ধোধনের আগে দিঘায় জগন্নাথ উদ্ধার! শোরগোল পড়তেই জানা গেল আসল ঘটনা, কোথা থেকে এল সেই মূর্তি জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Digha: দিঘায় অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। তার আগে আচমকা জগন্নাথের মূর্তি উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে যায় সৈকত শহরে। এবার জানা গেল আসল ঘটনা...
advertisement
1/8

ফের চর্চায় সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তি! রবিবারই দিঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি। আর তা নিয়েই গোটা রাজ্য তোলপাড় হয়।
advertisement
2/8
দিঘায় অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। তার আগে আচমকা জগন্নাথের মূর্তি উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে যায় সৈকত শহরে।
advertisement
3/8
জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আগেই যা ঘিরে রবিবার দিনভর দিঘায় চাঞ্চল্য ছড়ায়। সেই মূর্তিটি কোথা থেকে এল? কার এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
4/8
এমন অলৌকিক ঘটনা দেখে অবাক হন সমুদ্রতীরের মানুষেরা। খবরের শিরোনামে আসে জগন্নাথের মূর্তি উদ্ধার।
advertisement
5/8
দিঘার সৈকতে পাওয়া জগন্নাথের কাঠের মূর্তি নিয়ে সোমবার জল্পনার অবসান হয়। দিঘার খাদালগোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার দাবি, চর্চায় থাকা সেই জগন্নাথ মূর্তিটি তাঁর।
advertisement
6/8
মহিলার দাবি, সমুদ্র থেকে পাওয়া জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি গত এক বছর ধরে নিজের বাড়ির মন্দিরে পুজো করে আসছিলেন।
advertisement
7/8
কিন্তু সংস্কার মেনে গতকালই মূর্তিটিকে তিনি পুনরায় সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন।
advertisement
8/8
তাঁর দাবি, পরে রাতে টিভিতে সবকিছু দেখে তিনি বুঝতে পারেন এই মূর্তি এক বছর ধরে তারই পুজো করা সেই মূর্তিটি। (রিপোর্টার-- সুজিত ভৌমিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: মন্দির উদ্ধোধনের আগে দিঘায় জগন্নাথ উদ্ধার! শোরগোল পড়তেই জানা গেল আসল ঘটনা, কোথা থেকে এল সেই মূর্তি জানেন?