TRENDING:

Digha: পরপর তিনদিন ছুটি! পুজোর আগেই দিঘায় রেকর্ড ভিড়ের আশা, পর্যটকদের স্বার্থে বিরাট আয়োজন, আর ফিরতে ইচ্ছে করবে না

Last Updated:
Digha: পুজোর আগে টানা তিন দিনের ছুটিতে ভিড় বাড়ছে দিঘায়। জগন্নাথ ধাম ও রোদ ঝলমলে আবহাওয়া দিঘাকে করছে আরও আকর্ষণীয়।
advertisement
1/6
পরপর তিনদিন ছুটি! পুজোর আগেই দিঘায় রেকর্ড ভিড়ের আশা, পর্যটকদের স্বার্থে বিরাট আয়োজন
টানা তিন দিন ছুটি। পুজোর আগে ছুটি ঘিরে আশার আলো দেখছেন দিঘার ব্যবসায়ীরা। প্রাকৃতিক দুর্যোগে গত কয়েক সপ্তাহ ধরে পর্যটকের ভিড় তেমন নেই। হোটেল থেকে শুরু করে দোকানপাটে আয় হয়নি বললেই চলে। শুক্রবার নবী দিবস, শনিবার-রবিবার আবার স্কুল-কলেজ, অফিস-আদালত অধিকাংশই ছুটি। ফলে টানা ছুটির সুযোগে এবার দিঘায় ভিড় জমবে বলে আশাবাদী ব্যবসায়ী মহল। সেই সুযোগের লক্ষ্মী লাভের আশা দেখছেন তারা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
পরপর তিনদিন ছুটি! পুজোর আগেই দিঘায় রেকর্ড ভিড়ের আশা, পর্যটকদের স্বার্থে বিরাট আয়োজন
টানা বৃষ্টির পর বৃহস্পতিবার বিকেল থেকেই আবহাওয়া খোলায় বদলে গেছে দৃশ্যপট। রোদ ঝলমলে পরিবেশে ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে। সমুদ্রস্নানের পাশাপাশি পর্যটকরা এখন ঘুরছেন নতুন নির্মিত জগন্নাথ ধামেও। অল্প খরচে ভ্রমণের উপযুক্ত জায়গা হিসেবে দিঘার জনপ্রিয়তা আরও বাড়ছে। ফলে ব্যবসায়ীরা আশাবাদী যে টানা তিনদিনের ছুটি দিঘায় পর্যটনের গতি ফেরাবে।
advertisement
3/6
দুর্গোৎসবের আগে বাড়তি উপার্জনের দিকে তাকিয়ে আছেন দিঘার ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীরা। প্রাকৃতিক দুর্যোগে টানা ক্ষতির পর এবার ছুটির ভিড় তাঁদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। উৎসবের আগে কিছুটা হলেও লাভ হলে পরিবারে খুশি ফিরবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। কারণ পুজোর সময়ে নতুন জামাকাপড় কেনা, ঘর সাজানোসহ নানা খরচ সামলাতে এই আয়ের উপরেই ভরসা করছেন তাঁরা।
advertisement
4/6
ওল্ড দিঘার এক সৌখিন সামগ্রী বিক্রেতা সুকদেব মান্না বলেন, টানা বৃষ্টির কারণে ব্যবসা একেবারেই হয়নি। পরিবারকে নতুন জামাকাপড় দেওয়ার সামর্থ্যও নেই। তবে দুর্যোগ কাটায় আশা করছেন এবার ভালো ব্যবসা হবে। তিনি জানান, আয় হলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। একদিকে দুশ্চিন্তা থাকলেও আসন্ন ছুটি তাঁকে আশার আলো দেখাচ্ছে।
advertisement
5/6
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, এই সময় সাধারণত পর্যটক কম আসে। তার উপর দুর্যোগে আরও সমস্যায় পড়েছিলেন হোটেল মালিকরা। তবে ছুটির আগে পরিস্থিতি বদলেছে। ইতিমধ্যেই হোটেলের বুকিং বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে বলে মনে করছেন তিনি। ফলে হোটেল ব্যবসায়ীরা টানা ক্ষতির পর কিছুটা স্বস্তি পেতে চলেছেন।
advertisement
6/6
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিঘাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যের বৃহত্তম জগন্নাথ ধাম গড়ে তোলার পাশাপাশি একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ইতিমধ্যে কাজের টেন্ডার ডেকে ওয়ার্ক অর্ডার দিয়েছে। এই প্রকল্পগুলির কাজ পুজোর আগেই শুরু হবে। ব্যবসায়ীরা মনে করছেন, এই পরিবর্তন দিঘাকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তুলবে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: পরপর তিনদিন ছুটি! পুজোর আগেই দিঘায় রেকর্ড ভিড়ের আশা, পর্যটকদের স্বার্থে বিরাট আয়োজন, আর ফিরতে ইচ্ছে করবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল