TRENDING:

Digha : বড়দিনে দিঘার সমুদ্রে এ কী অবস্থা! দেখলে যাওয়ার আগে দু'বার ভাববেন, সমুদ্র সৈকতের ছবিটাই বদলে গেল এই এক দিনে

Last Updated:
Digha on Christmas : হোটেলে থাকা পর্যটকদের পাশাপাশি একদিনের জন্য পিকনিক করতে আসা পর্যটকে ভরে উঠেছে দিঘা। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, প্রতিটি জায়গাতেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
advertisement
1/6
বড়দিনে দিঘার সমুদ্রে এ কী অবস্থা! দেখলে যাওয়ার আগে দু'বার ভাববেন
বড়দিনের উৎসবে মেতে উঠেছে দিঘা সমুদ্র সৈকত। এবছর সমুদ্রের আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে দিঘার জগন্নাথ মন্দির, যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বুধবার থেকেই বড়দিন উপলক্ষে দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল থেকেই সৈকত শহর দিঘায় ভিড় বাড়তে শুরু করে। যত সময় গড়াচ্ছে, ততই সমুদ্র সৈকতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
হোটেলে থাকা পর্যটকদের পাশাপাশি একদিনের জন্য পিকনিক করতে আসা পর্যটকে ভরে উঠেছে দিঘা। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, প্রতিটি জায়গাতেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কেউ সমুদ্রে নামছেন স্নান করতে, কেউ আবার সৈকতে বসে উপভোগ করছেন সমুদ্রের ঢেউ ও উৎসবের আনন্দ।
advertisement
3/6
শুধু দিঘা নয়, বড়দিনে তাজপুর, শংকরপুর ও মান্দারমনিতেও পর্যটকদের ভিড় চোখে পড়ার মত। প্রতিটি সমুদ্র সৈকতই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সমুদ্র উপকূল যেন উৎসবের রঙে রঙিন। দিনভর সমুদ্রে স্নান, খাওয়া-দাওয়া, আড্ডা ও নানা বিনোদনে মেতে উঠেছেন পর্যটকরা। পর্যটকদের এই ভিড় দোকানদার ও ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটিয়েছে।
advertisement
4/6
সমুদ্র স্নানের পাশাপাশি ঝাউবনে পিকনিক করতেও ভিড় জমিয়েছেন বহু পর্যটক। রান্না, গান-বাজনা ও আনন্দ-হুল্লোড়ে জমে উঠেছে দিঘার ঝাউবন। বড়দিনের উৎসবে যাতে ঝাউবনে কোনও অঘটন না ঘটে, সে জন্য সতর্ক রয়েছে বনদফতর। আগুন লাগার আশঙ্কায় নজরদারি বাড়ান হয়েছে। পর্যটকদের সচেতন করতে বারবার মাইকিংও করা হচ্ছে।
advertisement
5/6
বড়দিনে পর্যটকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মত। এক পর্যটক সৌভিক মন্ডল জানান, “বড়দিনে দিঘায় আসার আনন্দটাই আলাদা। এর আগে দিঘায় এসেছি কিন্তু এতটা ভিড় কোনও দিন দেখিনি। আমরা আজকে পিকনিক করতে এসেছি। তাই প্রশাসনও দেখছি অনেকটাই সতর্ক রয়েছে। জগন্নাথ মন্দিরেও আজ প্রচুর ভিড়।"
advertisement
6/6
বড়দিনে পর্যটকদের ভিড় সামলাতে তৎপর প্রশাসনও। দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্র উপকূলে সতর্ক রয়েছেন নুলিয়ারাও। স্পিডবোটের মাধ্যমে সমুদ্রে নজরদারি চালান হচ্ছে। পাশাপাশি মাইকিং করে পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে, যাতে কেউ গভীর সমুদ্রে না যান।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha : বড়দিনে দিঘার সমুদ্রে এ কী অবস্থা! দেখলে যাওয়ার আগে দু'বার ভাববেন, সমুদ্র সৈকতের ছবিটাই বদলে গেল এই এক দিনে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল