Digha: দিঘায় বেড়াতে এসেই বাড়ি পালাতে ব্যস্ত পর্যটকরা! কী ঘটছে সেখানে? বাড়ছে হতাশা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: দিঘায় বেড়াতে এসে হতাশ পর্যটকরা! কী ঘটছে সেখানে? কেন সকলে বাড়ি ফিরে যাচ্ছেন? জানলে অবাক হবেন
advertisement
1/7

দিঘায় এসে পর্যটকরা খানিকটা হতাশ। শুধুমাত্র এই কারণে দিঘায় বেড়াতে আসা পর্যটকদের মুখ ভার। নভেম্বর মাসের দিঘার অন্য ছবি। আর তাতেই দিঘা বেড়াতে আসা পর্যটকেরা হতাশ। দিঘা বেড়াতে এসেও আবহাওয়া গত কারণে পর্যটকদের বেড়ানোর মজা উধাও হয়েছে।
advertisement
2/7
পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘা। দিঘায় সারা বছরই মানুষজন বেড়াতে আসেন। বর্তমানে তাই দিন যত যাচ্ছে দিঘায় পর্যটকের ভিড় তত বাড়ছে। কিন্তু এবার উৎসব পেরিয়ে দিঘায় বেড়াতে এসে পর্যটকদের হতাশা বাড়ছে।
advertisement
3/7
বঙ্গোপসাগরের উপকূলবর্তী দিঘা বর্তমানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় একাধিক কর্মযজ্ঞের ছোঁয়ায় হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। প্রতিনিয়ত এই তাই পর্যটকের ভিড় লেগেই আছে। উইকেন্ড বা ছুটির দিনগুলিতে ভিড় আরও বাড়ে। উৎসব পেরিয়ে শীতের মরশুম দরজায় কড়া নাড়ছে।
advertisement
4/7
ঠান্ডা বিলাসী মানুষজনের ভিড় ইতিমধ্যেই শুরু হয়েছে দিঘায়। শীতের নরম রোদে সঙ্গিনী বা পরিবার ও বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটাতে চায় না এমন বাঙালি পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এবার শীতের শুরুতেই পর্যটকদের হতাশ করেছে দিঘা।
advertisement
5/7
উৎসব পার করে বহু মানুষ এসেছেন দিঘায়। নভেম্বরের শুরুতে মূলত শীতের আগমন ঘটবে বলে আশা করেছিলেন পর্যটকেরা। কোমল শীতে প্রিয়জনদের সঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটাতে দিঘায় আশা পর্যটকদের হতাশ করেছে আবহাওয়া।
advertisement
6/7
কারণ নভেম্বরে তাপমাত্রা পারদ স্বাভাবিকের ওপরে। নভেম্বরের শুরুতে শীত প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম। ফলে হতাশ হয়েছেন পর্যটকেরা, এ বিষয়ে পর্যটকেরা জানান, কলকাতা থেকে তারা এসেছিলেন দিঘায় কিছুটা ঠান্ডা অনুভব করবে বলে। কিন্তু দিঘায় আবহাওয়া অন্যান্য বছরের নভেম্বরের তুলনায় কিছুটা উষ্ণ। ফলে আশাহত হয়েছেন তারা।'
advertisement
7/7
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিঘা সহ দক্ষিণবঙ্গে এখনই শীত প্রবেশের সম্ভাবনা নেই। ফলে নভেম্বরের শীতে ঠান্ডা বিলাসী পর্যটকদের দিঘায় আসা কার্যত বৃথা হয়েছে। আর তাতেই পর্যটকদের হতাশা বেড়েছে। উৎসব পার করেও দিঘায় পর্যটকের ভিড় দেখে, শীতের সময় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী হোটেল মালিক থেকে সাধারণ দোকানদারেরা। (তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় বেড়াতে এসেই বাড়ি পালাতে ব্যস্ত পর্যটকরা! কী ঘটছে সেখানে? বাড়ছে হতাশা