Digha-Viral Fish: দিঘায় ২০০ কেজির দানব মাছ! লম্বা ৭ ফুট! কত লক্ষ টাকা দাম জানেন? চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha-Viral Fish:মাছ নয় বিরাট দানব! দিঘায় বিরাট শোরগোল!
advertisement
1/6

দিঘায় আবারও উঠল দানব আকৃতির কই ভোলা মাছ। চলতি অক্টোবর মাসের দুই তারিখ উঠেছিল ১১০ কেজি ওজনের একটি কই ভোলা মাছ।
advertisement
2/6
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে লক্ষাধিক টাকায় বিক্রি হল বিশাল আকৃতি কই ভোলা। শুক্রবার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সুজিত করের কাঁটায় ওঠে মাছটি। নিলামে ভাল দামে বিক্রি হয় দানব মাছটি।
advertisement
3/6
মাছটির ওজন প্রায় ২০০ কেজি। লম্বা প্রায় সাত ফুট, বেড় চার ফুট। কলকাতার একটি কোম্পানি ১ লক্ষ ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেয়।
advertisement
4/6
কই ভোলা মাছটি ওড়িশার পারাদ্বীপের এক মৎস্যজীবীর ট্রলারে ধরা পড়ে। মাছটি নিলামে জন্য দিঘা মোহনায় নিয়ে আসেন মৎস্যজীবীরা।
advertisement
5/6
দানব আকৃতির কই ভোলা মাছের বাংলাদেশ সহ বিভিন্ন বিদেশের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে নিলামে দাম ওঠে চড়চড়িয়ে।
advertisement
6/6
চলতি অক্টোবর মাসে এ নিয়ে দু'বার এই মাছ উঠল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন প্রায় ২০০ কেজি ওজনের কই গোলা মাছ দেখতে স্থানীয় মৎস্যজীবী ও দিঘায় আসা পর্যটকরা ভিড় করে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha-Viral Fish: দিঘায় ২০০ কেজির দানব মাছ! লম্বা ৭ ফুট! কত লক্ষ টাকা দাম জানেন? চমকে যাবেন