TRENDING:

Digha: ছুটছে ডবল ডেকার বাস! বিলাসবহুল ক্রুজের রাজকীয় ছবি প্রকাশ্যে! দিঘায়, গোয়ার মজা কবে থেকে? জানুন

Last Updated:
Digha: প্রমোদতরী ভেসে বেড়ানো নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিঘার রাস্তায় বিলাসবহুল ডবল ডেকার বাস ট্রায়াল রান শুরু। পুজোর মধ্যেই সমুদ্রবক্ষে ভেসে বেড়াবে প্রমোদতরী। জলযানটি দিঘা, শঙ্করপুর-সহ আশপাশের সমুদ্রবক্ষ ছাড়াও খাঁড়ি এলাকাগুলিতেও ঘুরবে।
advertisement
1/9
ছুটছে ডবল ডেকার বাস! বিলাসবহুল ক্রুজের ছবি প্রকাশ্যে! দিঘায়, গোয়ার মজা কবে থেকে?
*দিঘা সমুদ্র বক্ষে বিলাসবহুল প্রমোদতরী শুরু করার উদ্যোগ গ্রহণের সময় থেকেই পর্যটক থেকে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সময়ে সমুদ্রবক্ষে এই প্রমোদতরী দেশে বেড়ানোর দিনক্ষণ স্থির হলেও বিভিন্ন জটিলতার কারণে তা পিছিয়ে যায়। প্রতিবেদনঃ সৈকত শী। 
advertisement
2/9
*তবে ফের সমুদ্রবক্ষে প্রমোদতরী ভেসে বেড়ানো নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিঘার রাস্তায় বিলাসবহুল ডবল ডেকার বাস ট্রায়াল রান শুরু করতেই জল্পনা ছড়িয়েছে পুজোর মধ্যেই সমুদ্রবক্ষে ভেসে বেড়াবে প্রমোদতরী। দিঘায় প্রমোদতরীর জন্য ডবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে চলছে সৈকত নগরীতে।
advertisement
3/9
*এখন দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত-কি। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রবক্ষে প্রমোদ ভ্রমণ।
advertisement
4/9
*গোয়ার মত দিঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। 'এম ভি নিবেদিতা' নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। নতুন করে জেটিঘাট যাতায়াতের রাস্তা তৈরি হয়েছে।
advertisement
5/9
*দিঘায় গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। পুজোর আগেই দিঘায় নায়কালী মন্দিরের কাছে চম্পাখালে প্রমোদতরী চালু হতে চলেছে। সেই প্রমোদতরীতে যাওয়ার জন্য আলোকসজ্জায় মোড়া সুসজ্জিত ডবল ডেকার বাস এসে গিয়েছে সৈকত শহরে। ইতিমধ্যেই বাসটি পুরো দিঘা শহরে পরীক্ষামূলকভাবে চালান হচ্ছে।
advertisement
6/9
*দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই বাস নিত্যযাত্রীদের জন্য নয়। প্রমোদতরীতে যে সমস্ত পর্যটক উঠবেন, তাঁদের নিয়ে যাতায়াতের জন্য বাসটি চালু হচ্ছে। ৫২ আসন বিশিষ্ট বিলাসবহুল বাসে রঙিন আলোর সমাহার, মিউজিক সিস্টেম থাকছে।
advertisement
7/9
*প্রমোদতরীতে অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম, নাচ-গান ও খাওয়াদাওয়া আসর-সহ সমুদ্র বিলাসের সবরকম ব্যবস্থা থাকবে। আধুনিক সুবিধাযুক্ত এই জলযানে ছোট রেস্তরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থ। এক ঘণ্টার জন্য ভ্রমণের ব্যবস্থা থাকবে।
advertisement
8/9
*প্রাথমিকভাবে প্রতিদিন দুটি করে সফর নির্দিষ্ট করা হয়েছে। দুটি ডেকে সর্বাধিক ৮০ জন পর্যটক নির্দিষ্ট আসনে বসতে পারবেন। এলইডি স্ক্রিনে দিঘার উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। জলযানটি দিঘা, শঙ্করপুর-সহ আশপাশের সমুদ্রবক্ষ ছাড়াও খাঁড়ি এলাকাগুলিতেও ঘুরবে।
advertisement
9/9
*উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মাথাপিছু কত ভাড়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে স্পট ও অনলাইন দুই ধরনের বুকিংয়ের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে ছোটখাটো অনুষ্ঠান, পার্টির জন্যও ভাড়া করা যাবে বলে জানা যায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: ছুটছে ডবল ডেকার বাস! বিলাসবহুল ক্রুজের রাজকীয় ছবি প্রকাশ্যে! দিঘায়, গোয়ার মজা কবে থেকে? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল