TRENDING:

Digha: বালি, থাইল্যান্ডের মজা এখন দিঘায়! নয়া চমক আপনার অপেক্ষায়, জনপ্রতি কত খরচ জানেন? দেরি না করে সপ্তাহান্তে পৌঁছে যান

Last Updated:
Digha: শীত মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে দুবাই, বালি, থাইল্যান্ডের পর বাংলায় প্রথম নিউ দিঘায় দৈত্য আকৃতির দোলনা 'জায়ান্ট সুইং'।
advertisement
1/10
বালি, থাইল্যান্ডের মজা এখন দিঘায়! নয়া চমক আপনার অপেক্ষায়, জনপ্রতি কত খরচ জানেন?
*শীত মরশুমে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত 'জায়ান্ট সুইং'। সবাই বাঙালির উৎসবের মরশুম শেষ হয়েছে। দরজায় কড়া নাড়ছে শীতের মরশুম। শীত মরশুমে ঠান্ডা বিলাসী পর্যটকদের দেখা মিলে দিঘা সমুদ্র সৈকতে। প্রতিবেদনঃ সৈকত শী । ফাইল ছবি।
advertisement
2/10
*শীতের মিঠে রোদে প্রিয় মানুষের সঙ্গে পর্যটকদের সমুদ্র সৈকতে সময় কাটাতে দেখা যায়। চলতি বছর শীতে পর্যটকদের বাড়তি মজা দিতে প্রস্তুত দিঘা। একেবারেই বিদেশের ধাঁচে দিঘায় মিলবে এই পরিষেবা। শুরু হয়েছে তারই প্রস্তুতি বলা ভাল ট্রায়াল রান। ফাইল ছবি। 
advertisement
3/10
*দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় গড়ে তুলতে একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। বর্তমানে তাই দিঘার শুধু বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয় একাধিক পার্ক পর্যটকদের মনোরঞ্জনের কারণ হয়ে উঠেছে। ফাইল ছবি। 
advertisement
4/10
*এই পার্কগুলি দিঘার মুকুটে নতুন সৌন্দর্য এনে দিয়েছে। আর তাতেই সাজানো-গোছানো এই দিঘার প্রেমে পড়েছে বাঙালি পর্যটকেরা। এবার শীতে পর্যটক আকর্ষণ বাড়াতে দুবাই থাইল্যান্ডের পর বাংলায় প্রথম নিউ দিঘায় দৈত্য আকৃতির দোলনা 'জায়েন্ট সুইং'। ফাইল ছবি। 
advertisement
5/10
*শেষ হওয়া উৎসবের মরসুম খুব ভাল না গেলেও ভিড় ছিল দিঘায়। দিঘা-সহ সামগ্রিক এলাকায় পর্যটক আকর্ষণ বাড়াতে একাধিক ব্যবস্থা নিয়েছে দিঘা, শংকরপুর উন্নয়ন পর্ষদ। পুরানো দিঘায় আলোক সজ্জা-সহ সহজপাঠের ছন্দ আকর্ষণ বাড়াচ্ছে। ফাইল ছবি। 
advertisement
6/10
*সৈকত উপকূলে পাড় বাঁধাই করার কাজ চলছে। সমুদ্র দর্শনে লাগানো হয়েছে একাধিক বসার আসন। নিউ দিঘায় স্পিডবটে সমুদ্র বিহারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে শুরু হল সমুদ্র দোলনা যা পর্যযটকদে নতুন করে সমুদ্র দর্শনের রোমাঞ্চকতাকে বাড়িয়ে তুলবে। ফাইল ছবি। 
advertisement
7/10
*দিঘায় বর্তমানে ঢেউ সাগর পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেই ঢেউ সাগরে পর্যটকদের আরও বেশি করে আকর্ষিত করে তুলতে  বিদেশের ঢাঁচে ‘জায়ান্ট সুইং’। ফাইল ছবি। 
advertisement
8/10
*মূলত দোলনা, তবে উচ্চতা অনেকটাই বেশি হওয়ায় রোমাঞ্চের স্বাদ মেলে। বেসরকারিভাবেই এই উদ্যোগ। ইতিমধ্যে দুবাই, বালিতে এই দোলনার দেখা মেলে। রোমাঞ্চ অনুভব করতে অনেকেই সেখানে ছুটে যান। বাংলায় প্রথম বিদেশের ধাঁচে এই রাইড এ বার দেখা যাবে দিঘায়। পর্যটকদের জন্য ১০০ টাকা টিকিট করা হয়েছে। ফাইল ছবি। 
advertisement
9/10
*এই বৃহৎ আকৃতির দোলনা নিয়ে ঢেউ সাগর কর্তৃপক্ষের দাবি,  "জায়েন্ট সুইং (Giant Swing) নামের এই রাইড বিদেশে খুব বিখ্যাত।  দুবাই, বালি ও থাইল্যান্ডে খুব প্রচলিত এই রাইড এবার প্রথম বাংলার দিঘায় চালু হচ্ছে। প্রাথমিকভাবে  জায়েন্ট সুইং চড়ার জন্য পর্যটকদের কাছে ১০০ টাকা প্রাথমিক মূল্য রাখা হয়েছে। ফাইল ছবি। 
advertisement
10/10
*আগামীদিনে আরও একাধিক রাইড পর্যটকদের জন্য উপস্থাপন হবে বলে জানা যাচ্ছে।' যদিও দিঘার এই জয় রাইড পরিচালনার জন্য প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: বালি, থাইল্যান্ডের মজা এখন দিঘায়! নয়া চমক আপনার অপেক্ষায়, জনপ্রতি কত খরচ জানেন? দেরি না করে সপ্তাহান্তে পৌঁছে যান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল