Digha Tour| Christmas 2022|| বড়দিনের ছুটিতে মাত্র ৪৫ টাকাতে দিঘা! গল্প নয়, এটাই সত্যি! জানুন খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha Tour at 45 rupees: ৪৫ টাকায় দিঘা! এ বারে বড়দিনের ছুটিতে বা শীতের সময়ে যারা দিঘায় যাবেন, তাদের জন্য সুখবর। কম খরচে দিঘা ঘুরে আসুন তাও আবার সারাদিনের কাজের শেষে।
advertisement
1/10

*বাঙালির বেড়াতে যাওয়ার তালিকার শীর্ষে অবশ্যই দিঘা-পুরি-দার্জিলিং। দিঘা বাঙালির কাছে আবেগ। সব ঋতুতেই দিঘা অপরূপা। মোহময়ী দিঘার টানে পর্যটকেরা ছুটির দিন কিংবা সপ্তাহের শেষে বারে বারে দিঘা ছুটে যান।প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*এ বারে বড়দিনের ছুটিতে বা শীতের সময়ে যারা দিঘায় যাবেন, তাদের জন্য সুখবর। কম খরচে দিঘা ঘুরে আসুন তাও আবার সারাদিনের কাজের শেষে। হ্যাঁ একদমই ঠিক শুনছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*২১ ডিসেম্বর থেকে দিঘা-পাঁশকুড়া রুটে চলবে নতুন মেমু প্যাসেঞ্জার ট্রেন। তাতে চড়েই মাত্র ৪৫ টাকার বিনিময়ে হাওড়া, মেদিনীপুর থেকে যে কেউ দিঘায় যেতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*পাঁশকুড়া - দিঘা মেমু স্পেশাল চালু হচ্ছে বড়দিনের আগেই। দিঘাপ্রেমীদের জন্য ফের সুখবর, দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে চালু হতে চলেছে পাঁশকুড়া-দিঘা এই স্পেশ্যাল মেমু। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন সূত্রে খবর, আগামী ২১ ডিসেম্বর থেকে পাঁশকুড়া, ও ২২ ডিসেম্বর দিঘা থেকে চালু হবে এই স্পেশ্যাল মেমুর যাত্রা। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*সোমবার বাদে পাঁশকুড়া থেকে ট্রেন প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে, দিঘায় পৌঁছবে রাত ৮ টা ৫০ মিনিটে। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*ফেরার ট্রেন দিঘা থেকে মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে ছাড়বে, পাঁশকুড়া পৌঁছবে সকাল ৯টা ১০ মিনিটে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দিঘা যাত্রীদের। পাঁশকুড়া থেকে দিঘা এই মেমু স্পেশ্যাল ট্রেনটি শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাবাসীর জন্য সুখবর নয়, পশ্চিম মেদিনীপুর হাওড়া তথা বিভিন্ন জেলার দিঘাপ্রেমী পর্যটকদের জন্য সুখবর। কারণ সারাদিনের কাজের শেষে এই ট্রেনে করে রাত্রি ৯ টার মধ্যেই দিঘা পৌঁছনো যাবে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*পাঁশকুড়া থেকে ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। যারা সস্তায় দিঘা যেতে চায় তাদের জন্য ট্রেনটি খুবই উপযোগী। কারণ হাওড়া বা মেদিনীপুর থেকে মাত্র ৪৫ টাকায় দিঘা পৌঁছে যাওয়া যাবে। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*হাওড়া বা মেদিনীপুর থেকে লোকাল ট্রেনে করে পাঁশকুড়া জংশনে পৌঁছতে খরচ পড়ে মাত্র ১৫ টাকা। আর সেখান থেকেই এই ট্রেনে করে ৩০ টাকায় দিঘা পৌঁছে যাওয়া যাবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Tour| Christmas 2022|| বড়দিনের ছুটিতে মাত্র ৪৫ টাকাতে দিঘা! গল্প নয়, এটাই সত্যি! জানুন খুঁটিনাটি