Digha Train-Cyclone Remal: দিঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল! আসছে ঘূর্ণিঝড় রিমল! কতদিন, কী কী ট্রেন চলবে না? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Train-Cyclone Remal: আসতে চলেছে ঘূর্ণিঝড় রিমল! জারি হয়েছে সতর্কতা! তার মধ্যেই দীঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল করা হল! জানুন বিস্তারিত!
advertisement
1/8

বছরের প্রথম ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। আর এই ঘূর্ণিঝড়ের কারণে বাড়তি সতর্কতা প্রশাসনের। দিঘাগামী একাধিক লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা। photo source collected
advertisement
2/8
শনিবার বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় রিমল। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনিবার ভোররাতেরপর উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনতে পারে এই শক্তিশালী ঘূর্ণি ঝড়টি। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলের মধ্যবর্তী স্থানে।photo source collected
advertisement
3/8
এর প্রভাবেই পূর্ব মেদিনীপুর জেলা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আর এই ঘূর্ণিঝড়ের বাড়তি সতর্কতা হিসাবে দক্ষিণ-পূর্ব রেল দিঘা যাওয়ার একাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।photo source collected
advertisement
4/8
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় শনিবার দুপুরের পর থেকেই প্রবল ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার অতিভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আর এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা বিশেষ সতর্কতা হিসাবে দিঘা পর্যন্ত ট্রেন না চালানোর সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের।photo source collected
advertisement
5/8
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে শনিবারের পাশাপাশি রবিবার একাধিক ট্রেন বাতিলের নির্দেশ দিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রেল সূত্রে জানা যায়, ২৫ মে শনিবার পুরী থেকে দিঘাগামী সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন দিঘা আসবে না। খড়গপুর পর্যন্ত এই ট্রেনটির যাত্রা পথ নির্ধারণ করেছে রেল।photo source collected
advertisement
6/8
শনিবারের পাশাপাশি রবিবার ২৬ মে দিঘাগামী লোকাল ও এক্সপ্রেস একাধিক ট্রেন বাতিল হয়েছে। রবিবার হাওড়া দিঘা কান্ডারী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে পাঁশকুড়া দিঘা মেমু লোকাল। পাঁশকুড়া দিঘা লোকাল ট্রেন।photo source collected
advertisement
7/8
এছাড়াও দিঘা থেকে ছেড়ে যাওয়া দিঘা কান্ডারী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে দিঘা পাঁশকুড়া মেমু ও দিঘা পাঁশকুড়া লোকাল ট্রেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় রেল আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ গ্রহণ করেছে।photo source collected
advertisement
8/8
প্রসঙ্গত শনিবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার আবার পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ফলে ভোট গ্রহণের দিন ঘূর্ণিঝড়ের সতর্কতা থাকায় প্রশাসন চিন্তিত। যদিও ভোটের দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তা জানা যায়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলেও, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ফোনে পাওয়া যায়নি। (তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Train-Cyclone Remal: দিঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল! আসছে ঘূর্ণিঝড় রিমল! কতদিন, কী কী ট্রেন চলবে না? জানুন