Digha: এবার মজা ডবল! কলকাতার মতো দিঘার রাস্তায় বড় ব্যবস্থা জেলা পুলিশের, পর্যটকদের আর কোনও চিন্তা থাকবে না!
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Digha: কলকাতার মতো দিঘার রাস্তায় বড় ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। জানুন...
advertisement
1/6

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় যানজটের সমস্যা নিয়ে বিস্তর অভিযোগ। এবার দিঘায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ জেলা পুলিশের। সৈকত শহর দিঘায় এবার আমূল পরিবর্তন হতে চলেছে। যার নিয়ন্ত্রণে কলকাতার মতো ট্রাফিকের ব্যবস্থা।
advertisement
2/6
দিঘা পর্যটকের জনজোয়ার সারা বছরই। এর পাশাপাশি বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকের ভিড় তিল ধারনের স্থান থাকে না। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, পুজোয় টানা ছুটি। এবার দুর্গাপুজোর সময় দিঘার রাস্তায় যানজটের সমস্যা মোটাতে উদ্যোগ পুলিশের।
advertisement
3/6
জেলা তথা রাজ্যের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য ট্রেন পরিষেবা থাকলেও বহু মানুষ বাস বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট এর পাশাপাশি নিজস্ব ছোট গাড়ি করে দিঘা বেড়াতে আসেন। ফলে দিঘায় রাস্তা এই পুজোর সময় বাড়তি যান চলাচল করে। ইতিমধ্যে দিঘায় ট্রাফিক ব্যবস্থার ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নিয়োগ করা হয়েছে।
advertisement
4/6
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণীতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সৈকত সরণীতে বাইক চলাচল একেবারে বন্ধ করতে ফাইনেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে। (ছবি ও তথ্য সৈকত শী)
advertisement
5/6
দিঘায় ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে একগুচ্ছ পদক্ষেপ নিল জেলা পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, 'কলকাতায় যেমন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক নিয়ে পেট্রোলিং হয়, এবার থেকে দিঘায় পাঁচটি বাইক নিয়ে পেট্রোলিং চলবে। পেট্রোলিং দেওয়া অফিসার দিঘার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করবে। এছাড়াও দিঘার মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থা, দিঘার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আলাদা ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।'
advertisement
6/6
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার ভিড় এক ধাক্কায় অনেক বেড়েছে। সামনেই দুর্গাপুজো দিঘায় পর্যটকের ঢল নামবে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে দিঘার রাস্তায় বিভিন্ন জায়গায় সিসিটিভির মনিটারিং চলবে। দ্রুতগতিতে যান চলাচল নিয়ন্ত্রণ আনতে ব্লিংকার এবং গুরুত্বপূর্ণ বাজার বা জনবহুল এলাকায় স্পিড ব্রেকার বসানোর চিন্তাভাবনা পুলিশের। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছে কিনা তার জন্য ট্রাফিক মোড়ে মোড়ে চালকদের পরীক্ষার আর করার ব্যবস্থা করছে পুলিশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: এবার মজা ডবল! কলকাতার মতো দিঘার রাস্তায় বড় ব্যবস্থা জেলা পুলিশের, পর্যটকদের আর কোনও চিন্তা থাকবে না!