Digha: দিঘায় বিরাট হুলুস্থূল কাণ্ড...! ঘূর্ণিঝড় 'মন্থা' শক্তি হারাতেই ছুটছেন কাতারে কাতারে পর্যটক, আচমকা হলটা কী সমুদ্র সৈকতে?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: প্রশাসন এখনও সতর্ক রয়েছে। কারণ ‘মন্থা’র প্রভাব পুরোপুরি কেটে যায়নি। হালকা ঝড়ো হাওয়া বইছে সমুদ্র তীরে। মাঝেমধ্যে ঘন কালো মেঘ আর বৃষ্টি দেখা দিচ্ছে। তাই প্রশাসন পর্যটকদের সতর্ক করছে। দফায় দফায় মাইকিং করা হচ্ছে যাতে কেউ গভীর সমুদ্রে নামতে না পারেন।
advertisement
1/6

ধীরে ধীরে চেনা ছন্দ ফিরছে দেখা। ‘মন্থা’র ভয়ঙ্কর রূপে উত্তাল হয়ে উঠেছিল দিঘা। প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপাকে পড়েছিলেন দিঘার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকরা। তিন দিন ধরে বন্ধ ছিল দোকানপাট ও হোটেল ব্যবসা। শুক্রবার সকাল থেকেই দিঘার আকাশে কালো মেঘের মধ্যে সূর্য উঁকি দিতে শুরু করেছে। ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পর্যটকরা রাস্তায় বেরোচ্ছেন, দোকানদাররাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে সমুদ্র স্নানে মেতে উঠেছে পর্যটকরা।
advertisement
2/6
বুধবার দিনভর তাণ্ডব চালিয়েছে ‘মন্থা’। ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছিল দিঘা। হোটেলে বন্দি ছিলেন পর্যটকরা। তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি দেখা দিয়েছে দিঘায়, আবার কখনও সূর্যের আলো ফুটছে। কালো মেঘ আর নীল আকাশের খেলার মধ্যে সমুদ্র স্নানে নেমেছেন পর্যটকরা।
advertisement
3/6
সকালে সমুদ্র কিছুটা উত্তাল থাকলেও দুপুরে সমুদ্র তার চেনা রূপে ফিরতে শুরু করে। ঢেউ কিছুটা শান্ত হলে পর্যটকরা সৈকতে নামতে শুরু করেন। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দিঘার পর্যটকরা ও হোটেল ব্যবসায়ীরা। কারণ ছুটি কাটাতে এসে দুর্যোগের কারণে তাঁদেরকে হোটেলে বন্দি থাকতে হয়েছিল টানা দু’দিন। বৃহস্পতিবার আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় তাঁরা সমুদ্র স্নানে মেতে উঠেছেন।
advertisement
4/6
তবে স্বস্তির মধ্যেও ‘মন্থা’র পরোক্ষ প্রভাবে মাঝেমধ্যে বৃষ্টি দেখা দিচ্ছে দিঘার সমুদ্রে। ফলে বৃষ্টিতে ভিজে পর্যটকদের কিছুটা অসুবিধা হলেও তাদের মনে ক্ষোভ নেই। কারণ দু'দিন হোটেল বন্দি থাকার পর আজ আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় তাঁরা সমুদ্রস্নানে মেতে উঠেছেন। সৈকতে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ স্নানে ব্যস্ত। হালকা বৃষ্টিতেও তাঁরা সমুদ্রের আনন্দ উপভোগ করছেন। দিঘার সৈকতে ফের জমজমাট পরিবেশ।
advertisement
5/6
তবে প্রশাসন এখনও সতর্ক রয়েছে। কারণ ‘মন্থা’র প্রভাব পুরোপুরি কেটে যায়নি। হালকা ঝড়ো হাওয়া বইছে সমুদ্র তীরে। মাঝেমধ্যে ঘন কালো মেঘ আর বৃষ্টি দেখা দিচ্ছে। তাই প্রশাসন পর্যটকদের সতর্ক করছে। দফায় দফায় মাইকিং করা হচ্ছে যাতে কেউ গভীর সমুদ্রে নামতে না পারেন। সমুদ্র সৈকতে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স কর্মী ও পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতা।
advertisement
6/6
দিঘায় ঘুরতে আসা এক পর্যটক শ্রীমা দাস বলেন, 'আমরা দিঘায় ঘুরতে এসেছিলাম অনেক প্ল্যান করে। কিন্তু প্রবল বৃষ্টি আর উত্তাল সমুদ্র আমাদের হোটেল বন্দি করে দিয়েছিল। আজকে নীল আকাশ দেখা দিয়েছে, তবে মাঝেমধ্যে ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। কিন্তু এখন আবহাওয়া অনেক ভাল, আমরা স্নান করতে পারছি। বেশ ভাল লাগছে আমাদের।'
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় বিরাট হুলুস্থূল কাণ্ড...! ঘূর্ণিঝড় 'মন্থা' শক্তি হারাতেই ছুটছেন কাতারে কাতারে পর্যটক, আচমকা হলটা কী সমুদ্র সৈকতে?