Digha Tourism: ডিসেম্বর থেকে পিল পিল করে দিঘায় ছুটবেন পর্যটক, ২-৩ দিনে ঘুরে আসা আর হবে না! কেন জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Tourism: এবার ডিসেম্বর থেকে দিঘা পুরোপুরি ভিন্ন স্বাদের একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। যা সব কাণ্ড ঘটছে সেখানে দেখলে চমকে যাবেন।
advertisement
1/12

দিঘা, বাঙালি পর্যটকের কাছে এক বহমান নস্টালজিয়ার নাম! কাজের ফাঁকে সুযোগ পেলেই বাঙালি পর্যটক দিঘায় এসে সময় কাটাতে ভালবাসেন। বর্তমান সময়ে দিঘা সেজেগুজে আরও সুন্দরী হয়ে উঠেছে।
advertisement
2/12
বঙ্গোপসাগরের উপকূলে এই সৈকত শহর আর শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, প্রতিনিয়ত নিত্য নতুন সাজে পর্যটকদের মন জয় করছে। তবে এবার ডিসেম্বর থেকে দিঘা পুরোপুরি ভিন্ন স্বাদের একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। তাই এবার দিঘা এসে শুধুমাত্র সমুদ্র স্নান করে বাড়ি ফিরতে মন চাইবে না পর্যটকের।
advertisement
3/12
ইতিমধ্যেই বিদেশের আদলে জায়ান্ট সুইং চালু করার তোড়জোড় চলছে। বেসরকারি উদ্যোগে এই জায়ান্ট সুইং এর ট্রায়াল রান শুরু হলেও পর্যটকদের উন্মাদনা এখন থেকেই চোখে পড়ার মতো। দিঘায় ঢেউ সাগর পার্ক কর্তৃপক্ষ জায়ান্ট সুইং চালু করার ট্রাইল রান শুরু করেছে।
advertisement
4/12
জায়ান্ট সুইং কিছুই নয় বড় দোলনা। বিদেশে চালু থাকলেও রাজ্যে প্রথম দিঘায় ঢেউ সাগর পার্কে এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে ঢেউসাগর কর্তৃপক্ষ। শুধু জায়ান্ট সুইং না, বিদেশের ধাঁচে একাধিক অ্যাডভেঞ্চার পূর্ণ রাইড ডিসেম্বর মাসেই চালু হবে বলে জানা যায় ঢেউসাগর কর্তৃপক্ষের কাছ থেকে।
advertisement
5/12
নিউ দিঘা বর্ডারের কাছেই রয়েছে ঢেউসাগর। প্রায় ১২০ একর জায়গা জুড়ে এই পার্ক। বর্তমানে একটি এজেন্সি ঢেউ সাগরের দায়িত্বে রয়েছে। ইতিমধ্যে ঢেউ সাগরে একাধিক বিনোদনের ব্যবস্থা রয়েছে।
advertisement
6/12
যার কারণে বর্তমান সময়ে দিঘা বেড়াতে আশা পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে ঢেউ সাগর। কিন্তু এবার ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ঢেউ সাগরের ছবি।
advertisement
7/12
ঢেউ সাগর কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় বিদেশের ধাঁচে এ রাজ্যে প্রথম অত্যাধুনিক প্রযুক্তির জিপ বাইক, জিপ লাইন, জায়ান্ট সুইং, ফ্লোটিং সাইকেল, সেভেন ডি শো থাকছে এবার।
advertisement
8/12
ইতিমধ্যেই জায়ান্ট সুইং-এর বিশেষ ট্রায়াল রান শুরু হয়েছে। বাকি রাইডগুলোর কাজ চলছে দ্রুতগতিতে। কাজ শেষ হলেই ট্রায়াল রান শুরু হবে।
advertisement
9/12
এ বিষয়ে ঢেউসাগরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ম্যানেজার জানান, একাধিক বদল হানা হচ্ছে ঢেউ সাগরের। বিদেশের ধাঁচে একাধিক অ্যাডভেঞ্চার রাইডের ব্যবস্থা করা হচ্ছে। কিছু অ্যাডভেঞ্চার নির্মাণ রাইডের সম্পন্ন হয়েছে। বাকিগুলো দ্রুতই শেষ হবে। তারপর শুরু হবে ট্রায়াল রান।
advertisement
10/12
প্রশাসনের ছাড়পত্র মিললে ডিসেম্বরের মধ্যেই ঢেউ সাগরে চালু করা যাবে একাধিক এডভেঞ্চার রাইডের।
advertisement
11/12
কর্তৃপক্ষের দাবি, উন্মাদনা আর রোমাঞ্চের মিশেল হবে রাইডগুলি।
advertisement
12/12
ফলে দিঘায় এসে আর সমুদ্র স্নান করেই বাড়ি ফিরতে মন চাইবে না পর্যটকদের। (সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Tourism: ডিসেম্বর থেকে পিল পিল করে দিঘায় ছুটবেন পর্যটক, ২-৩ দিনে ঘুরে আসা আর হবে না! কেন জানেন?