TRENDING:

Digha: সুখবর! আর যেতে হবে না বিদেশ, সপ্তাহন্তে এক টুকরো সিঙ্গাপুর মিলবে দিঘাতে

Last Updated:
Digha: বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা। ছুটির দিন কিংবা উইকেন্ডে দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়তো মুশকিল।
advertisement
1/6
সুখবর! আর যেতে হবে না বিদেশ, সপ্তাহন্তে এক টুকরো সিঙ্গাপুর মিলবে দিঘাতে
বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা। ছুটির দিন কিংবা উইকেন্ডে দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়তো মুশকিল।
advertisement
2/6
দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বিদেশের মজা বাঙালির ঘরের পাশে দিঘায়। দিঘাতে জগন্নাথ ধাম শুরু হওয়ার আগেই পর্যটকদের জন্য এল আরও এক সুখবর। আর দেশ নয় বিদেশি পর্যটনস্থানের আদলে গড়ে উঠতে চলেছে নয়া পার্ক।
advertisement
3/6
সিঙ্গাপুরের আদলে এবার দিঘায় গড়ে উঠতে চলেছে 'আন্ডার ওয়াটার পার্ক'। খুব তাড়িতাড়ি দিঘায় জায়গা চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করা হবে প্রশাসনের পক্ষ থেকে। দিঘায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে গড়ে উঠবে বিদেশি স্টাইলে 'আন্ডার ওয়াটার পার্ক'।
advertisement
4/6
এবার বাংলার অন‍্যতম গন্তব‍্য দিঘার সমুদ্রে জলের তলায় ভ্রমণ করার জন্য গড়ে উঠতে চলছে 'আন্ডার ওয়াটার পার্ক'। সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের জলের নীচে টানেলে নেমে জলের নীচে সমস্ত প্রাণীদের দেখা যাবে বলে জানা গিয়েছে।
advertisement
5/6
সূত্রের খবর, দিঘায় 'আন্ডার ওয়াটার পার্ক' গড়ার দায়িত্বে পেয়েছে হিডকো নামক সংস্থা। ইতিপূর্বে দিঘায় পর্যটকদের জন্য জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হয়েছে। সেই কাজ শেষের পথে। আগামী বছর শুরুর দিকে লোকসভা ভোটের আগেই মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/6
দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে এছাড়াও বিশ্ব বাংলা পার্ক, ঢেউ সাগর পার্ক দিঘার মুকুটে নয়া পালক জুড়েছে। দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে এছাড়াও বিশ্ব বাংলা পার্ক, ঢেউ সাগর পার্ক দিঘার মুকুটে নয়া পালক জুড়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: সুখবর! আর যেতে হবে না বিদেশ, সপ্তাহন্তে এক টুকরো সিঙ্গাপুর মিলবে দিঘাতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল