TRENDING:

Digha Direct Train: পর্যটকদের স্বর্গ! এবার সোজাসুজি কলকাতা থেকে দিঘার ট্রেন, টিকিট কাটার হিড়িক

Last Updated:
সব ঋতুতেই দিঘা সমুদ্র সৈকতের পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। দিঘার সেই ভিড় আরও বেড়েছে ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা এবং রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘা আরও কাছাকাছি চলে এসেছে। 
advertisement
1/6
পর্যটকদের স্বর্গ! এবার সোজাসুজি কলকাতা থেকে দিঘার ট্রেন,টিকিট কাটার হিড়িক
রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নাগরী দিঘা। ভ্রমণ প্রিয় বাঙ্গালীর প্রথম পছন্দের জায়গা দিঘা। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই দেখা যেন বাঙালির কাছে গোয়া। সব ঋতুতেই দিঘা সমুদ্র সৈকতের পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। দিঘার সেই ভিড় আরও বেড়েছে ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা এবং রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘা আরও কাছাকাছি চলে এসেছে। ভারতীয় রেলের এই উদ্যোগে উপকৃত হচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালি। (সৈকত শী)
advertisement
2/6
প্রতিটা উইকএন্ডে দিঘায় পর্যটকের ভিড় থাকে চোখে পড়ার মত। তবে ভারতীয় রেলের এই উদ্যোগে জুলাই মাসের উইকেন্ডগুলিতে পর্যটকের ভিড় আরও বাড়ছে।কলকাতা থেকে দিঘা পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল শুরু করেছে। এতদিন হাওড়া থেকে দিঘা পর্যন্ত ট্রেন থাকলেও কলকাতা থেকে এই প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে দিঘা পর্যন্ত। পূর্বরেল শাখা সূত্রে জানা গিয়েছে, ‌এই বিশেষ ট্রেনটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার কলকাতা থেকে দিঘা এবং ফিরতি পথে দিঘা থেকে কলকাতা যাতায়াত করছে।
advertisement
3/6
ট্রেনটির নম্বর হল ০৩১৬১। ট্রেনটিতে এসি, স্লিপার, জেনারেল ও সেকেন্ড সিটিং-এর কোচ রয়েছে। এই ট্রেনটি কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকার পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। কারণ কলকাতা থেকে সহজেই ট্রেনে চেপে দিঘা পৌঁছে যাওয়া যাচ্ছে। আর তাতেই ভিড় বাড়ছে দিঘা সমুদ্র সৈকতে।ট্রেনটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার দুপুর দু’টার সময় কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিঘা পৌঁছায় সন্ধ্যা ৬:৫০ মিনিটে।
advertisement
4/6
ট্রেনটি যাত্রা পথে আন্দুল, উলুবেড়িয়া, তমলুক ও কাঁথি স্টেশনে থামে। আবার ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যে ৭:১০ মিনিটে ছেড়ে একই রুটে কলকাতা পৌঁছে যাচ্ছে রাত্রি ১১:৫০ মিনিটে। পূর্ব রেলের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনটি শুরু শুরু হয়েছে রথের দিন অর্থাৎ ৭ জুলাই। আপাতত ২৮ জুলাই পর্যন্ত এই বিশেষ ট্রেনটি দিঘা কলকাতা রুটে যাতায়াত করবে। পূর্ব রেল জানিয়েছে, ট্রেনটিতে বিভিন্ন ধরনের কোচ থাকায় সব শ্রেণির পর্যটকেরা উপকৃত হবেন।
advertisement
5/6
বিশেষ এই সাপ্তাহিক ট্রেনটির কারণে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলার পর্যটকরা সরাসরি কলকাতা থেকে ট্রেনে চেপে দিঘায় এসে পৌঁছে যাচ্ছে। এরপরে দিঘায় ভিড় বেড়েছে। আর তাতেই খুশির হাওয়া দিঘার পর্যটন শিল্প থেকে অন্যান্য ব্যবসায়ী মহলে। এ প্রসঙ্গে দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, দিঘায় দিন দিন ভিড় বাড়ছে। আগের তুলনায় অনেকটাই পর্যটক বেশি প্রতিটা উইকেন্ডে। দিঘায় এখন অফ সিজিন বলে কিছু নেই। তারপর এই বিশেষ ট্রেন যাতায়াতের কারণে সরাসরি কলকাতা থেকে পর্যটকেরা দিঘা এসে পৌঁছে যাচ্ছে। ফলে ভিড় আরও বাড়ছে। এর ফলে হোটেল ব্যবসায়ীদের লাভ হচ্ছে।
advertisement
6/6
এতদিন হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে চেপে দিঘা আসতে হত। এবার সরাসরি কলকাতা থেকে দিঘা ট্রেন চালু হয়েছে। যার ফলে দিঘায় ভিড় বাড়ছে। কিন্তু এই ট্রেনটির নিয়ে পর্যটকদের মনে কিছুটা ক্ষোভ রয়েছে। পর্যটকরা জানান ট্রেনটি যাত্রাপথে অনেক বেশি টাইম নিয়ে ফেলছে। যার ফলে কিছুটা অসুবিধার সম্মুখীন তাঁরা। যদিও এই ট্রেনটি পর্যটকের বিশেষ উপকার হয়েছে বলে মনে করছেন বহু সংখ্যক পর্যটক। আর এই ট্রেন যাত্রা শুরু হওয়ায় দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ ব্যবসায়ীরা খুশি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Direct Train: পর্যটকদের স্বর্গ! এবার সোজাসুজি কলকাতা থেকে দিঘার ট্রেন, টিকিট কাটার হিড়িক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল