TRENDING:

Digha: দিঘায় এবারে বিরাট চমক! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, সৌজন্যে ভারতীয় রেল! কী হচ্ছে জানেন?

Last Updated:
Digha Tourist Places: দেখলে মনে হবে এক ট্রেনের বগি। এক কামরার ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট। ট্রেনের এক পরিতক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানান রেস্টুরেন্ট। দিঘা স্টেশনে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। 
advertisement
1/6
দিঘায় এবারে বিরাট চমক! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, সৌজন্যে ভারতীয় রেল! কী হচ্ছে জানেন?
*বঙ্গোপসাগরীয় উপকূলীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত দিঘা, বর্তমানে নানা উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় রূপ বদলে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। সেই দিঘায় আবারও পর্যটকদের জন্য একেবারেই নতুন আকর্ষণ ভারতীয় রেলের পক্ষ থেকে। দেখলে মনে হবে এক ট্রেনের বগি। প্রতিবেদনঃ  সৈকত শী।
advertisement
2/6
*এক কামরার ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট। ট্রেনের এক পরিতক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানান রেস্টুরেন্ট। দিঘা স্টেশনে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। দিঘা স্টেশনে চালু হল রেলওয়ে কোচ রেস্তোরাঁ। পিপিপি মডেলে এই রেলওয়ে রেস্তোরাঁ চালু হয়েছে পর্যটকদের জন্য। বাঙালির পছন্দের পর্যটন কেন্দ্র দিঘায় এই নতুন সংযোজন। দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এই অভিনব রেস্টুরেন্ট।
advertisement
3/6
*ট্রেনের এক পরিতক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট। দিঘায় এলে ট্রেন থেকে নেমে এই বিশেষ রেল কোচে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা। বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের খাবার পাওয়া যায় এই রেস্তোরাঁয়।
advertisement
4/6
*দিঘা রেল স্টেশনের পাশে অভিনব এই রেল কোচ রেস্টুরেন্ট নিয়ে দিঘার স্টেশন ম্যানেজার জানান, 'সারা বছরই বহু মানুষ দিঘা বেড়াতে আসেন। বর্তমানে বহু সংখ্যাক পর্যটক ট্রেনে করে দিঘা বেড়াতে আসেন। পর্যটকদের আকর্ষণের জন্য পরিতক্ত রেলের কোচকে রেস্টুরেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো টেন্ডার প্রক্রিয়ার পর, একটি সংস্থাকে রেস্টুরেন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
5/6
*রেল স্টেশনের পাশে পরিতক্ত রেল কোচকে রেস্টুরেন্টে রূপান্তরিত করা হয়েছে। যেখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যাবে। ফলে ট্রেনে করে দিঘায় আসা পর্যটক ও সাধারণ পর্যটকদের কাছে এই রেস্টুরেন্ট আরও আকর্ষণীয় হয়ে উঠবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্য রকম অনুভুতি পাবেন। রেল কোচ রেস্টুরেন্ট রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ।
advertisement
6/6
*এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আস্বাদন নিতে পারবে দিঘায় আগত পর্যটকরা। দিঘা স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন। এই রেস্টুরেন্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে দিঘার সাধারণ মানুষ ও পর্যটকদের মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায়। রেলের এই অভিনব রেস্টুরেন্ট। দিঘার সৌন্দর্যায়নে এক নতুন পালকের সংযোজন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় এবারে বিরাট চমক! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, সৌজন্যে ভারতীয় রেল! কী হচ্ছে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল