TRENDING:

Digha Food: দিঘায় আরও কমল খাওয়ার খরচ! মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, রইল সেই ঠিকানা

Last Updated:
দিঘা ঘুরতে গিয়ে সস্তায় পেটপুরে খাবার! মাত্র ৮০ টাকায় যত খুশি বিরিয়ানি খান!
advertisement
1/7
দিঘায় আরও কমল খাওয়ার খরচ! মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, রইল সেই ঠিকানা
দিঘা: এবার দিঘায় মিলছে মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি! শুনে অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এমনই এক অবাক করা সুযোগ এনে দিয়েছে দিঘার এক হোটেল ও রেস্টুরেন্ট সংস্থা। বিরিয়ানি প্রেমীদের জন্য এটি যেন চাঁদ হাতে পাওয়ার মতোই এক সুযোগ। আপনি যতক্ষণ খেতে পারবেন, ততক্ষণ বিরিয়ানি পাবেন প্লেটে। মাত্র ৮০ টাকায় পেটপুরে আনলিমিটেড বিরিয়ানি!
advertisement
2/7
বিরিয়ানি মানেই বাঙালির আবেগ। আলুর সঙ্গে বিরিয়ানির সেই মুগ্ধ করা গন্ধ, সঙ্গে এক টুকরো চিকেন আর ডিম — পুরো ব্যাপারটাই জমে ক্ষীর! আর সেই বিরিয়ানি যদি মেলে মাত্র ৮০ টাকায়, তাহলে তো কথাই নেই। সৈকত নগরী দিঘায় এমনই এক লোভনীয় অফার এখন পর্যটকদের মুখে মুখে। ভাবছেন কোথায় পাওয়া যায় এমন স্বপ্নের অফার?
advertisement
3/7
হাওড়ার বৈষ্ণবপাড়া লেনের বাসিন্দা সৌরজিৎ পাঁজা। হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষ দেশ-বিদেশের বিভিন্ন হোটেলে কাজ করার পর বাবার হোটেল ব্যবসার দায়িত্ব নিয়ে দিঘায় আসেন। পর্যটকদের মুখে বারবার শুনতে হয়েছে, দিঘায় কম টাকায় ভালো খাবার মেলে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় দিঘা নিয়ে কোনও ভিডিও বা কনটেন্ট পোস্ট হলেই কমেন্ট বক্স ভর্তি হয়ে যায়, “দিঘায় খাওয়া দারুণ দামী!”
advertisement
4/7
সেই কথা মাথায় রেখেই সৌরজিৎ ভাবলেন কিছু নতুন কিছু করবেন। শুরু হলো তাঁর “৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি”। ছোট্ট একটি দোকান দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। সেখানে মাত্র ৮০ টাকায় মিলছে চিকেন, আলু, ডিমসহ বিরিয়ানি, সঙ্গে স্যালাডও রয়েছে। শুধু পার্সেল নয়, দোকানে বসেও খাওয়ার সুযোগ রয়েছে।
advertisement
5/7
আপনি যতক্ষণ খেতে পারবেন, ততক্ষণ পাবেন আনলিমিটেড বিরিয়ানি ও স্যালাড।সৌরজিতের কথায়, “দিঘার পর্যটকরা সব সময় অভিযোগ করতেন, খাওয়ার খরচ হোটেলের ভাড়ার থেকেও বেশি। তাই ভাবলাম দিঘায় এমন কিছু শুরু করি যা সবার নাগালের মধ্যে থাকে। ছোট্ট দোকান দিয়ে শুরু করেছিলাম, এখন দিঘায় তিনটে ৮০ টাকার আনলিমিটেড বিরিয়ানি দোকান চালু করেছি। পর্যটকরা দারুণভাবে সাড়া দিচ্ছেন ।”
advertisement
6/7
এখন প্রশ্ন, কোথায় পাবেন এই আনলিমিটেড বিরিয়ানি? ওল্ড দিঘার বিশ্ববাংলা দু’নম্বর গেটের কাছেই রয়েছে এই দোকান। শুধু ওল্ড দিঘা নয়, নিউ দিঘাতেও পাবেন এই অফার। নিউ দিঘার অমরাবতী পার্কের সামনে এবং সাগরপ্রিয়ার কাছেও মিলবে এই ৮০ টাকার আনলিমিটেড বিরিয়ানি।
advertisement
7/7
সব মিলিয়ে বলা যায়, দিঘায় বেড়াতে গিয়ে যদি মজাদার খাবারের খোঁজে থাকেন, তাহলে এই ৮০ টাকার আনলিমিটেড বিরিয়ানি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সৈকতের হাওয়া আর গরম গরম বিরিয়ানির ঘ্রাণ, একসঙ্গে মিশে দিচ্ছে এক অন্যরকম তৃপ্তি। (মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Food: দিঘায় আরও কমল খাওয়ার খরচ! মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, রইল সেই ঠিকানা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল