TRENDING:

Digha: সর্বনাশ! আচমকা হল কী...? পর্যটকরা মুখ ফেরাচ্ছেন দিঘা থেকে, খাঁ খাঁ করছে সৈকত, হোটেলও ফাঁকা

Last Updated:
Digha: বর্ষাকালীন দিঘার প্রতি অমোঘ আকর্ষণ রয়েছে পর্যটকদের। বর্ষাকালে দিঘায় জলোচ্ছ্বাসের কারণে বহু পর্যটক আসেন। কিন্তু চলতি সপ্তাহে সেই ট্রেন্ড ভাঙল।
advertisement
1/6
সর্বনাশ! আচমকা হল কী...? পর্যটকরা মুখ ফেরাচ্ছেন দিঘা থেকে, খাঁ খাঁ করছে সৈকত, হোটেলও ফাঁকা
বছরের সব ঋতুতেই দিঘায় পর্যটকের ভিড় লেগেই থাকে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের সংখ্যা এক লাফে কয়েকগুণ বেড়েছে। কিন্তু চলতি সপ্তাহে সেই চিত্রটা বদলাল। দিঘার চেনা মেজাজ উধাও। কারণ আকাশে দুর্যোগের মেঘ, টানা বৃষ্টি পর্যটকের সংখ্যা কমছে দিঘায়।
advertisement
2/6
বর্ষাকালীন দিঘার প্রতি অমোঘ আকর্ষণ রয়েছে পর্যটকদের। বর্ষাকালে দিঘায় জলোচ্ছ্বাসের কারণে বহু পর্যটক আসেন। কিন্তু চলতি সপ্তাহে সেই ট্রেন্ড ভাঙল। দিঘার সৈকত সরণী বর্ষাকালে পর্যটকের ঠাসা থাকে। সেখানে দিঘার সৈকত সরণী কার্যত জনশূন্য হল বাইশ আগস্ট শুক্রবার।
advertisement
3/6
দিঘায় প্রতিটা উইকন্ডে পর্যটকের ভিড় চোখে পড়ার মত থাকে। কিন্তু হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন চলতি সপ্তাহের উইকেন্ডের জন্য সেভাবে হোটেলগুলিতে রুম বুক হয়নি। ফলে চলতি সপ্তাহের উইকেন্ড একপ্রকার ফাঁকায় থাকবে দিঘা।
advertisement
4/6
একের পর এক নিম্নচাপের কারণে রাজ্যের উপকূল থেকে সর্বত্রই টানা বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে দিঘা পর্যটক কমছে। এ বিষয়ে দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, 'বৃষ্টির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে দিঘা থেকে। চলতি উইকেন্ডে হোটেল গুলিতে মাত্র ৩০ শতাংশ ঘর বুক হয়েছে। ফলে দিঘা কার্যত ফাঁকাই থাকবে।'
advertisement
5/6
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার পর্যটনে নতুন জোয়ার এসেছে। প্রতি সপ্তাহেই পর্যটকের ভিড়ে ঠাসা থেকেছে দিঘা। কিন্তু চলছে সপ্তাহে তার যেন উল্টো পুরাণ। দিঘায় সেভাবে পর্যটকের ভিড় নেই। দিঘার দোকানদাররা জানান মূলত বৃষ্টির কারণেই এত কম সংখ্যক পর্যটক দিঘায়।
advertisement
6/6
২২ আগস্ট সকাল থেকেই দিঘা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া বইছে। বাতাসে জোয়ারের সময় উত্তাল রয়েছে সমুদ্র। যে কয়েকজন পর্যটক এসেছেন দিঘায় তাদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি। সৈকত সরণী জুড়ে লুলিয়া ও পুলিশের নজরদারি চলছে। (ছবি ও তথ্য সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: সর্বনাশ! আচমকা হল কী...? পর্যটকরা মুখ ফেরাচ্ছেন দিঘা থেকে, খাঁ খাঁ করছে সৈকত, হোটেলও ফাঁকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল