Digha Tourism: পর্যটকদের জন্য জরুরি খবর! দিঘার হোটেলগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ, জানুন কী কী সিদ্ধান্ত নিল ডিএসডিএ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Tourism: শীতের মরসুমের আগে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ হোটেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বকেয়া টিসিএসি মিটিয়ে ফেলার নির্দেশ দিল। ১৫ ডিসেম্বরের মধ্যে সারানো হবে দিঘার খারাপ রাস্তাঘাট
advertisement
1/7

শীতের ভরা মরসুম শুরু হওয়ার আগে দিঘার হোটেল ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিল দিঘা–শংকরপুর উন্নয়ন পর্ষদ। শনিবার দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে দিঘা ও শংকরপুর হোটেল মালিক সংগঠন গুলির সঙ্গে বৈঠকে বসেন পর্ষদের আধিকারিকরা। টানটান বৈঠক চলে দীর্ঘক্ষণ। বৈঠকে ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিজ চার্জ (TCAC) সংক্রান্ত গরমিল নিয়েই মূল আলোচনা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়—এতদিন মাথাপিছু পাঁচ হাজার টাকা করে যে জরিমানা ধার্য ছিল, তা মুকুব করা হবে। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/7
তবে আজ পর্যন্ত ১০ টাকা হারে যে টাকার গরমিল রয়েছে বা বকেয়া রয়েছে, তা ২০ তারিখের মধ্যে দিঘা–শংকরপুর উন্নয়ন পর্ষদে জমা করতেই হবে। নির্ধারিত সময়ে জমা না হলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পর্ষদ। নিয়ম ভঙ্গ হলে মাথাপিছু ১০০ টাকা করে জরিমানাও ধার্য হতে পারে বলে জানান হয়েছে।
advertisement
3/7
এদিন বর্জ্য পদার্থ নিয়েও হোটেল মালিকদের কড়া নির্দেশ দেয় দিঘা–শংকরপুর উন্নয়ন পর্ষদ। স্পষ্টভাবে জানান হয়—তরল ও কঠিন বর্জ্য আলাদা করে ডিএসডিএ-র গাড়িতে জমা দিতে হবে। কোনও সমস্যা হলে সরাসরি ডিএসডিএ-র পোর্টালে জানাতে হবে হোটেল কর্তৃপক্ষকে। পাশাপাশি হোটেলের সামনে রাস্তাঘাট সর্বদা পরিষ্কার রাখতে হবে।
advertisement
4/7
প্রতিটি হোটেলে সেপটিক ট্যাংকের সঙ্গে শোকপিট তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। যেসব হোটেলে এখনও শোকপিট নেই, তাদের আগামী সাত দিনের মধ্যেই তা তৈরি করতে হবে। কোনও প্রকার গাফিলতি ধরা পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে—এমনই নির্দেশ পর্ষদের।
advertisement
5/7
এদিন বৈঠকে দিঘার খারাপ রাস্তাঘাট নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সৈকত নগরী দিঘার সৌন্দর্যের মাঝেও এই খারাপ রাস্তাঘাট দীর্ঘদিন ধরেই পর্যটকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তা সারাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু করেছে দিঘা–শংকরপুর উন্নয়ন পর্ষদ। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই দিঘা ও শংকরপুরের রাস্তাঘাট সারাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে। শীতের আগে পর্যটকের চাপ বাড়ার কথা মাথায় রেখেই এই দ্রুত উদ্যোগ।
advertisement
6/7
দিঘা–শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস দাস বলেন, “আজকের বৈঠকে উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই সব বিষয় খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
advertisement
7/7
ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিজ চার্জ (TCAC) নিয়ে আগে যে গরমিল ছিল, তা মিটিয়ে ফেলার জন্য আমরা ইতিমধ্যেই সদস্য হোটেলগুলিকে জানিয়ে দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে যাদের বকেয়া আছে তারা যাতে দ্রুত জমা করেন, সেই ব্যবস্থা আমরা করছি। বর্জ্য ব্যবস্থাপনা, শো-কপিট তৈরি—সব ক্ষেত্রেই আমরা উন্নয়ন পর্ষদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Tourism: পর্যটকদের জন্য জরুরি খবর! দিঘার হোটেলগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ, জানুন কী কী সিদ্ধান্ত নিল ডিএসডিএ