Digha New Attraction: শীতের ছুটিতে দিঘায় বেড়াতে যাবেন? সৈকতশহরের নতুন এই আকর্ষণ নিয়ে এখনই জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Digha New Attraction: পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা দিঘা নিত্যনতুন আকর্ষণে সেজে উঠছে। এ বার সেখানে তৈরি হচ্ছে নতুন আকর্ষণ
advertisement
1/7

সৈকত শহর দিঘায় বছরভরই উপচে পড়ে পর্যটকদের ভিড়। শীতে বা বছরশেষের ছুটিতে সেই ভিড় যেন তুঙ্গে ওঠে।
advertisement
2/7
পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা দিঘা নিত্যনতুন আকর্ষণে সেজে উঠছে। এ বার সেখানে তৈরি হচ্ছে সত্যজিৎ রায় থিম পার্ক৷
advertisement
3/7
সিনেমা থেকে বইয়ের পাতা-সত্যজিতের তৈরি কালজয়ী চরিত্রগুলির মূর্তি থাকবে ওই থিম পার্কে৷
advertisement
4/7
গুপী গাইন বাঘা বাইন, জাদুকর বরফি, হীরকরাজ তো আছেনই৷ সেই পার্কে থাকবেন প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু এবং ভূতের রাজাও৷
advertisement
5/7
কলকাতা-সংলগ্ন নিউটাউনে ইতিমধ্যে একাধিক সত্যজিৎ রায় থিম পার্ক হয়েছে৷ সেই ধরনের পার্ক এ বার তৈরি হবে দিঘাতেও৷
advertisement
6/7
নতুন বছর শুরুর আগেই পর্যটকদের জন্য দিঘায় খুলে যাবে ‘সত্যজিৎ রায় পার্ক’। নতুন পার্ক তৈরির দায়িত্বে রয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)।
advertisement
7/7
দিঘায় বিশ্ব বাংলা দ্বিতীয় পার্কের পাশে গড়ে উঠছে সত্যজিৎ রায় নামাঙ্কিত এই পার্ক। আগামী নতুন বছর শুরু হওয়ার আগে পাকাপাকিভাবে সেই পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha New Attraction: শীতের ছুটিতে দিঘায় বেড়াতে যাবেন? সৈকতশহরের নতুন এই আকর্ষণ নিয়ে এখনই জানুন