TRENDING:

Digha Summer Special Train: দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালু! জানুন কখন কোথা থেকে ছাড়বে!

Last Updated:
Digha Summer Special Train: পর্যটকদের জন্য সুখবর!  বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত । জেনে নিন কখন কোথা থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি!
advertisement
1/8
দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া স্পেশাল ট্রেন চালু! জানুন বিস্তারিত!
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘা! শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ। গরীবের গোয়া নামে খ্যাত দিঘা। দিঘায় সব শ্রেণির পর্যটকরা আসেন। প্রতিটি ঋতুতে দিঘার সমুদ্র সৈকত জনকলরবে প্লাবিত হয়। প্রতিবছর গরমের ছুটির শুরু হলে দিঘায় পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়।photo source collected
advertisement
2/8
প্রতিটি উইকেন্ডে সেই ছবি ফুটে উঠছে। ফলে, এবার গরমের ছুটিতে ও দিঘায় যে পর্যটক এর ভিড় উপচে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। ভারতীয় রেল তাই দিঘা পর্যন্ত তিনজোড়া সামার স্পেশাল এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।photo source collected
advertisement
3/8
যার মধ্যে দু'জোড়া দক্ষিণ-পূর্ব রেল শাখার সাঁতরাগাছি থেকে অন্য জোড়াটি মালদা জেলার মালদা টাউন স্টেশন থেকে দিঘা পর্যন্ত চলবে।গরমের দিনে দিঘা সমুদ্র সৈকতে রিলাক্সিং উইক এন্ড কাটাতে পছন্দ করে না এমন বাঙালি পর্যটক খুঁজে পাওয়া মুশকিল।photo source collected
advertisement
4/8
সাঁতরাগাছি থেকে দিঘা আবার দিঘা থেকে সাঁতরাগাছি সামার স্পেশাল এক্সপ্রেস। অন্যদিকে মালদা টাউন দিঘা ও দিঘা মালদা টাউন সামার স্পেশাল এক্সপ্রেস চলবে।০২৮৯৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে উলুবেরিয়া, বাগনান, মেছাদা, তমলুক, কাঁথি স্টেশনে নির্দিষ্ট সময়ে থেমে দিঘা পৌঁছাবে সকাল ১১ টা বাজে ৫৫ মিনিটে।photo source collected
advertisement
5/8
অন্যদিকে ০২৮৪৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ন'টা বেজে দশ মিনিটে ছেড়ে একই রুটে দিঘা পৌঁছাবে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। ফিরতি পথে একই রুটে দিঘা থেকে সেই দিনই ট্রেনগুলি সাঁতরাগাছি ফিরে যাবে।photo source collected
advertisement
6/8
অন্যদিকে ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে মালদা টাউন দিঘা পর্যন্ত একজোড়া সামার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটির মালদা টাউন থেকে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছাবে পরের দিন ভোর চারটের সময়।photo source collected
advertisement
7/8
জানা যাচ্ছে ফিরতি পথে একই রুটে ট্রেনটি চলবে। এই ট্রেনটি বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়ার ফলে গরমের দিনে ওইসব জেলার পর্যটক এরাও দিঘা আসার সুযোগ পাবে।photo source collected
advertisement
8/8
গরমকালের ভিড়কে মাথায় রেখে দিঘার পথে সামার স্পেশাল নামে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায় জুন মাস পর্যন্ত এই বাড়তি সামার স্পেশাল ট্রেন গুলি দিঘার পথে যাতায়াত করবে।(তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Summer Special Train: দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালু! জানুন কখন কোথা থেকে ছাড়বে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল