দিঘা জুড়ে আচমকা চরম উচ্ছ্বাস...! কালীপুজোর রাতেই সমুদ্রনগরীতে কী ঘটবে জানেন? কাতারে কাতারে ছুটছেন পর্যটকরা!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: দিঘার আকাশে এখন উৎসবের আবহ। সমুদ্র তীরে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার দুর্গাপুজো ছিল। তখন থেকেই পর্যটকরা ভরিয়ে দিয়েছে সমুদ্রনগরী। এবার কালীপুজোর রাতেও ঘটতে চলেছে এক 'মিরাকল'!
advertisement
1/10

দিঘার আকাশে এখন উৎসবের আবহ। সমুদ্র তীরে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার দুর্গাপুজো ছিল। তখন থেকেই পর্যটকরা ভরিয়ে দিয়েছে সমুদ্রনগরী। এবার কালীপুজোর রাতেও ঘটতে চলেছে এক 'মিরাকল'!
advertisement
2/10
মন্দির কৃতপক্ষে দাবি, পুজোর পাঁচ দিন প্রায় সাত লক্ষ দর্শনার্থীর সমাগম হয়েছিল। সেই চমকপ্রদ অভিজ্ঞতার পর এবার দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার আয়োজন করা হয়েছে দীপাবলি ও কালীপুজো উৎসব।
advertisement
3/10
২০ অক্টোবর দীপাবলি ও কালীপুজো উপলক্ষে দিনভর রয়েছে নানা আয়োজন। পুজোর ছুটিতে দিঘায় আসা পর্যটকদের জন্যও এটি হবে বিরল সুযোগ। একসঙ্গে সমুদ্র স্নান আর জগন্নাথ মন্দিরে দীপাবলি উৎসব উপভোগ।
advertisement
4/10
মন্দিরের সাজসজ্জা হবে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর। অসংখ্য প্রদীপের আলো মন্দির চত্বরে রাতের অন্ধকারকে আলোকিত করে তুলবে, মন্দির প্রাঙ্গণ যেন এক উজ্জ্বল স্বর্গীয় পরিবেশে পরিণত হবে। কালীপুজো উপলক্ষে রাতে থাকবে বিশেষ পুজো।
advertisement
5/10
সকাল থেকে রাত অব্দি থাকছে নানান ভক্তিমূলক অনুষ্ঠান। যেখানে ভক্তরাও অংশগ্রহণ করতে পারবেন নৃত্য, আরাধনা ও প্রার্থনার প্রতিটি ধাপে। যাতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা নির্বিঘ্নে মন্দির দর্শন ও পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
advertisement
6/10
দীপাবলির আগে ধনতেরাস ও ২৪ তারিখ গোবর্ধন পুজো উপলক্ষেও মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা-অনুষ্ঠান। এদিনও ভক্তরা পুজো, প্রার্থনা ও আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। মন্দিরের মূল গেটের বাইরে থেকে শুরু হওয়া সাজসজ্জা ও আলোকসজ্জার খেলা প্রতিটি পর্যটককে মুগ্ধ করবে।
advertisement
7/10
এদিন প্রচুর সংখ্যক মানুষের সমাগম হতে পার তাই নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। দুর্গাপুজোর অভিজ্ঞতা থেকে এবার দীপাবলিতেও বড় সংখ্যক দর্শনার্থীর সুষ্ঠু প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
8/10
জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস জানান, “দীপাবলিতে মন্দিরের প্রাঙ্গণ সাজানো হবে অসংখ্য প্রদীপ ও আলোর মাধ্যমে।
advertisement
9/10
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভক্তিমূলক অনুষ্ঠান, বিশেষ নৃত্য প্রদর্শনী ও সন্ধ্যায় পূজোর্চনা। ধনতেরাস ও গোবর্ধন পুজোর আয়োজনও থাকবে। দর্শনার্থীরা মেন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা নিরাপদ ও নির্বিঘ্নে মন্দির দর্শন ও পুজো উপভোগ করতে পারবেন।”
advertisement
10/10
দিঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথমবারের দীপাবলি শুধু আলো নয়, ভক্তি ও আনন্দের এক মহোৎসব হয়ে উঠবে। প্রদীপের আলো, ভক্তিমূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশ দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। মন্দির কর্তৃপক্ষ আশা করছে, এই প্রথম দীপাবলি দিঘার পর্যটন ও সাংস্কৃতিক মানচিত্রে নতুন দিক উন্মোচন করবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দিঘা জুড়ে আচমকা চরম উচ্ছ্বাস...! কালীপুজোর রাতেই সমুদ্রনগরীতে কী ঘটবে জানেন? কাতারে কাতারে ছুটছেন পর্যটকরা!