TRENDING:

Digha: দিঘায় গিয়ে আর ফিরতে ইচ্ছে করবে না, রাজ্য সরকারের উদ্যোগে সৈকতশহর এবার 'মেট্রোসিটি'! বিশদে জানুন

Last Updated:
Digha: জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘাকে আরও বেশি করে পর্যটক ফ্রেন্ডলি করে তোলার প্রয়াস শুরু করেছে প্রশাসন। এবার যা করা হল ভাবতে পারবেন না।
advertisement
1/8
দিঘায় গিয়ে আর ফিরতে ইচ্ছে করবে না, সরকারের উদ্যোগে সৈকতশহর এবার 'মেট্রোসিটি'! জানুন
পর্যটন শহর দিঘা। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকের সংখ্যা। উইকেন্ড হলে তো আর কথাই নেই। পর্যটকের সংখ্যা এক লাফে বেড়ে যায় অনেকটাই। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘাকে আরও বেশি করে পর্যটক ফ্রেন্ডলি করে তোলার প্রয়াস শুরু করেছে প্রশাসন।
advertisement
2/8
দিঘায় পর্যটকদের আরও বেশি স্বাচ্ছন্দ দিতে এবার বড় বড় শহরের পরিষেবা পাওয়া যাবে এই সৈকত নগরীতে। সম্প্রতি সময়ে দিঘায় পর্যটকদের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বিস্তর অভিযোগ উঠে আসছিল পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে।
advertisement
3/8
এবার সেই সব অভিযোগ বন্ধ করতে উদ্যোগী প্রশাসন। দিঘায় চালু হল রাজ্য সরকারের যাত্রী সাথী। দিঘায় এবার যাত্রী সাথী অ্যাপস। দিঘায় বেড়াতে আসার আসা পর্যটকদের আর কোনও চিন্তা নেই।
advertisement
4/8
বাড়তি ভাড়ার জুলুমবাজি ও দিঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনও সমস্যা নেই। এবার হাতের মুঠোয় যাত্রী সাথী। এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি। যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ।
advertisement
5/8
দিন ও রাত ২৪ ঘণ্টা 'যাত্রী সাথী'র পরিষেবা পাওয়া যায়। দিঘায় এবার যাত্রী সাথী অ্যাপস-এর ক্যাব বুকিং করা যাবে। এর পাশাপাশি এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের। ২৭ অগাস্ট, বুধবার দিঘায় যাত্রী সাথী অ্যাপস চালু করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
advertisement
6/8
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য অন্যান্য পুলিশ আধিকারিকেরা। জেলা পুলিশ সুপার বলেন, 'দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা বেড়েছে। যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথী অ্যাপস চালু করা হল। এর পাশাপাশি দিঘাকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য। ফলে দিঘার কত নিরাপত্তা আরও বেশি জোরদার হবে।'
advertisement
7/8
যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল 'যাত্রী সাথী'। হলুদ ট্যাক্সিকে আরও বেশি করে কাজে লাগানো হয়। আর মানুষ কম পয়সা নানা জায়গায় যাওয়ার পরিষেবা পান।
advertisement
8/8
এতদিন কলকাতা ও হাওড়ার মতো বড় বড় শহরে ছিল যাত্রী সাথী অ্যাপসের পরিষেবা। ২৭ অগাস্ট বুধবার থেকে যাত্রী সাথী অ্যাপসের পরিষেবা চালু হল দিঘায়। এদিন এই ক্যাবে প্রথম সওয়ারী হলেন দিঘা থানার ওসি অমিত প্রামাণিক ও দিঘা মোহনা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা। এই পরিষেবা চালু হওয়ার ফলে খুশি দিঘার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। (সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় গিয়ে আর ফিরতে ইচ্ছে করবে না, রাজ্য সরকারের উদ্যোগে সৈকতশহর এবার 'মেট্রোসিটি'! বিশদে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল