TRENDING:

Digha: দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল...! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Digha Scam: অবৈধভাবে অনলাইনে রেলের টিকিট কাটার বিরুদ্ধে অভিযান চালাল দিঘা আরপিএফ পোস্ট। কয়েক হাজার টাকার টিকিট-সহ গ্রেফতার এক ব্যক্তি।
advertisement
1/6
দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল...! RPF অভিযান চালাতেই তুলকালাম, সব ফাঁস
অবৈধ ই-টিকিটিংয়ের বিরুদ্ধে অভিযান চালাল দিঘা আরপিএফ পোস্ট! অবৈধভাবে অনলাইনে রেলের টিকিট কাটার বিরুদ্ধে অভিযান চালাল দিঘা আরপিএফ পোস্ট। কয়েক হাজার টাকার টিকিট-সহ গ্রেফতার এক ব্যক্তি। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা রেল স্টেশন অন্যতম জনবহুল রেলস্টেশন। প্রতিদিন এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন যাতায়াত করার পাশাপাশি রাজ্যের উত্তরবঙ্গ-সহ পড়শি রাজ্যের পুরী ও দক্ষিণে বিশাখাপত্তনম পর্যন্ত সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। ফলে দিঘা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিন রাজ্যে যাতায়াত করা যায়।
advertisement
3/6
দিঘায় টিকিট বুকিং-এর চাপ বাড়ছে। আর তাতেই অনলাইনে টিকিট বুকিং এর একটি অসাধুচক্র গড়ে উঠেছে। দিঘা আরপিএফ থানা এলাকার মধ্যে অনলাইনে অবৈধভাবে টিকিট বুকিং নজরে এসেছে দিঘা আরপিএফ থানার। শুরু হয়েছে অভিযান।
advertisement
4/6
দিঘা আরপিএফ থানা অভিযান চালিয়ে অবৈধ টিকিটিং কার্যকলাপে জড়িত এক অভিযুক্তের কাছ থেকে ২৫,৬৪৫ টাকার রেলওয়ের ই-টিকিট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তিকে দিঘা আরপিএফ পোস্ট পার্শ্ববর্তী জেলা মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত আড়ানিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম দীপক শিট, বয়স ৩৬।
advertisement
5/6
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৭২ টাকা মূল্যের ২টি কারেন্ট টিকিট এবং ২১ হাজার ৬৭৪ টাকা মূল্যের ১০টি ব্যবহৃত টিকিট, এছাড়া একটি স্মার্টফোন। ধৃত ব্যাক্তির বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪৩ ধারায় মামলা দায়ের করেছে দিঘা আরপিএফ থানা।
advertisement
6/6
এ বিষয়ে দিঘা আরপিএফ থানার আধিকারিক বলেন, 'অনলাইনে জাল টিকিট চক্রের কারবার চলছে দিঘা আরপিএফ পোস্ট এর আওতাধীন এলাকায়। অনলাইনে জাল টিকিট কারবারে জড়িত থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ অনলাইন টিকিট এবং একটি মোবাইল।' প্রসঙ্গত দিঘা রেল স্টেশনে পর্যটকের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর চাপ বাড়ছে। তারই সুযোগ নিচ্ছে অনলাইনে অবৈধ সরকার টিকিট চক্রের। আর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিঘা আরপিএফ থানা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল...! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল