TRENDING:

Digha News: পুজোয় এবার দিঘায় দ্বিগুণ মজা! অনলাইনে পাওয়া যাবে অটো-টোটো-গাড়ি, চালু নতুন পরিষেবা! দেখে নিন ভাড়ার তালিকা

Last Updated:
Digha News: দিঘায় পর্যটকদের হয়রানি কমাতে চালু নতুন 'যাত্রী সাথী' অ্যাপ। এখন থেকে নির্দিষ্ট ভাড়ায় নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন পর্যটকরা। এই অ্যাপের মাধ্যমে ট্র্যাফিক পুলিশও নজরদারি করবে।
advertisement
1/6
পুজোয় এবার দিঘায় দ্বিগুণ মজা! অনলাইনে পাওয়া যাবে অটো-টোটো-গাড়ি, চালু নতুন পরিষেবা!
দিঘায় পর্যটকদের জন্য চালু ‘যাত্রী সাথী’ অ্যাপ পরিষেবা। দীর্ঘদিন ধরে পর্যটকরা ভাড়া নিয়ে বিভ্রান্তি ও অতিরিক্ত চার্জের অভিযোগ করছিলেন। সেই সমস্যা সমাধানের জন্য দিঘায় চালু হয়েছে ‘যাত্রী সাথী’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পর্যটকরা সহজেই যাত্রা করতে পারবেন। এখানে সব ধরনের গাড়ির জন্য নির্দিষ্ট ভাড়ার তালিকা রাখা হয়েছে, যাতে কোন পর্যটকই অতিরিক্ত টাকা দিতে না হয়। বিশেষ করে উৎসব বা ছুটির সময় ভাড়া নিয়ন্ত্রণে রাখা যাবে মনে করছে প্রশাসন। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
‘যাত্রী সাথী’ পরিষেবা তিন ধরনের গাড়ির জন্য তিন ধরনের ভাড়া নির্ধারণ করা হয়েছে। বড় এলএক্স এসইউভি ৭ সিটারের জন্য বেস ভাড়া ১৫০ টাকা, এ সি মিনি (হ্যাচব্যাক + সেডানের) জন্য ১২০ টাকা এবং অটো জন্য ১০০ টাকা। এখানে প্রত্যেক গাড়ির সঙ্গে কিছু কিলোমিটার অন্তর্ভুক্ত রাখা হয়েছে, যা বেস ভাড়ার মধ্যে পড়ে। এই প্রথম কয়েক কিলোমিটার অন্তর্ভুক্ত থাকায় ছোট দূরত্বের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
advertisement
3/6
বেস ভাড়ার পর অতিরিক্ত কিলোমিটার ভাড়া ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। প্রথম স্টেপে বড় এলএক্স এসইউভি প্রতি কিলোমিটারে ৫৫ টাকা, এ সি মিনি ৪২ টাকা এবং অটো ২০ টাকা চার্জ করবে। এই ধাপটি নির্ধারিত কিলোমিটার পর্যন্ত প্রযোজ্য। যদি ভ্রমণ এই কিলোমিটারের বেশি হয়, তবে দ্বিতীয় ধাপের কিলোমিটার ফি প্রযোজ্য হবে।
advertisement
4/6
দ্বিতীয় স্টেপের কিলোমিটার ফি বড় এলএক্স এসইউভির জন্য প্রতি কিমি ৪৮ টাকা, এ সি মিনি ৪০ টাকা এবং অটো ২০ টাকা। এই ধাপ প্রায় দীর্ঘ দূরত্বের জন্য প্রযোজ্য। মোট ভাড়া হিসাব করা হবে এই ধাপের সঙ্গে বেস ভাড়া এবং প্রথম স্টেপের কিলোমিটার ফি যোগ করে। এতে পর্যটকরা ভাড়া সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা পাবেন।
advertisement
5/6
উদাহরণ হিসেবে, ১৪ কিলোমিটার ভ্রমণের জন্য এলএক্স এসইউভির মোট ভাড়া ৮৩৪ টাকা, এ সি মিনি ৬৪৮ টাকা এবং অটো ৫৫৬ টাকা। প্রতি কিলোমিটার হিসেবে এলএক্স এসইউভির ভাড়া ৬০ টাকা, এ সি মিনি ৪৬ টাকা এবং অটো ৪০ টাকা। এই তালিকা অনুসারে পর্যটকরা আগে থেকেই জানবেন কোন গাড়ি কত খরচে তাদের গন্তব্যে পৌঁছে দেবে।
advertisement
6/6
পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জানিয়েছেন, “পর্যটকরা ‘যাত্রী সাথী’ অ্যাপে প্রদর্শিত ভাড়ার ঠিক সেই পরিমাণই প্রদান করবেন। ভাড়া নিয়ে কোনো ধরনের অতিরিক্ত চাপ বা ঠকাবাজি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই পুলিশের পক্ষ থেকে অনুরোধ, ভাড়া নিয়ে কোনো দ্বিধা হলে ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করুন এবং নিশ্চিন্তে দিঘার ভ্রমণ উপভোগ করুন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: পুজোয় এবার দিঘায় দ্বিগুণ মজা! অনলাইনে পাওয়া যাবে অটো-টোটো-গাড়ি, চালু নতুন পরিষেবা! দেখে নিন ভাড়ার তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল