TRENDING:

Digha: দিঘার সৈকতে তুলকালাম! দিন-রাত একনাগাড়ে চলছে...! দূর-দূরান্ত থেকে আসছেন কাতারে কাতারে মানুষ, জানলে ছুটে যাবেন আপনিও

Last Updated:
Digha: ওল্ড দিঘার কাছেই রয়েছে এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত ওল্ড দিঘা ও নিউ দিঘা থেকে কিছুটা আলাদা। চুটিয়ে উপভোগ করা যায় সমুদ্র স্নানের মজা।
advertisement
1/8
দিঘার সৈকতে তুলকালাম! দিন-রাত একনাগাড়ে চলছে...! কাতারে কাতারে মানুষের ঢল, কেন?
ছুটি পেলেই সকলেই ছুটে যান দিঘা৷ তবে যে কোনও ছুটির দিন ভিড়টা যেন দ্বিগুণ বেড়ে যায়৷ তবে জানেন কি, ওল্ড দিঘার কাছেই রয়েছে এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত ওল্ড দিঘা ও নিউ দিঘা থেকে কিছুটা আলাদা। চুটিয়ে উপভোগ করা যায় সমুদ্র স্নানের মজা।
advertisement
2/8
শীতের মরশুম আসছে। এবার শীতের মরশুমে দিঘায় এলে, অবশ্যই চলে আসুন দিঘার এই সমুদ্র সৈকতে। দিঘার এই সমুদ্র সৈকতে স্নানের মজা ওল্ড দিঘা ও নিউ দিঘা থেকে অনেকটাই বেশি। কারণ এই সমুদ্র সৈকত ওল্ড দিঘা ও নিউ দিঘা সমুদ্র সৈকতের চরিত্র থেকে কিছুটা আলাদা।
advertisement
3/8
বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী দিঘা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় দিঘা বর্তমানে অপরূপ সুন্দরী। বাঙালি পর্যটক দিঘায় এলে সমুদ্র স্নানের মজা না নিয়ে বাড়ি ফেরে না।
advertisement
4/8
সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে প্রিয়জন বা পরিবার ও বন্ধুদের সঙ্গে মেতে ওঠে সমুদ্র বিলাসী পর্যটকেরা। মূলত সমুদ্র স্নানের জন্য ওল্ড দিঘা ও নিউ দিঘা কেই বেছে নেয় পর্যটকেরা। ওল্ড দিঘা ও নিউ দিঘা কে সমুদ্র স্নানের জন্য বেছে নিলেও বেশিরভাগ সময়েই কিছুটা সতর্ক থাকতে হয় পর্যটকদের।
advertisement
5/8
ভাঙ্গন রোধের কারণে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সমুদ্র সৈকত কংক্রিটের চাতাল আবার কোথাও বোল্ডার পাথরে ঢাকা। ফলে জোয়ারের সময় সমুদ্রসানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় পর্যটকদের। কারণ পা পিছলে পড়লেই বিপত্তি। তাই পর্যটকেরা সমুদ্র স্নানের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে।
advertisement
6/8
কিন্তু ওল্ড দিঘার কাছেই দিঘার এই সমুদ্র সৈকতে সেসবের বালাই নেই। কারণ এই সমুদ্র সৈকতটি পুরোটাই উন্মুক্ত কংক্রিট বা বোল্ডার পাথরের দেখা পাওয়া যায় না। পুরোটা বালিতে ঢাকা এই সমুদ্র সৈকত। এটি ব্যারিস্টার কলোনি সমুদ্র সৈকত নামে পরিচিত।
advertisement
7/8
ওল্ড দিঘা থেকে মোহনা যাওয়ার রাস্তায় পড়ে এই সমুদ্র সৈকতটি। সমুদ্র সৈকতে কংক্রিটের চাতাল বা বোল্ডার পাথর না থাকায় মনের ভয় কাটিয়ে চুটিয়ে সমুদ্র স্নানের মজা উপভোগ করা যায়। ফলে ধীরে ধীরে এই সমুদ্র সৈকতটি স্নানের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে৷
advertisement
8/8
এ বিষয়ে এক পর্যটক জানান, ওল্ড দিঘা ও নিউ দিঘা সমুদ্র সৈকতে স্নানের সময় পা পিছলে পড়ে যে দুর্ঘটনা ঘটার ভয় থাকে কিন্তু এখানে সেই ভয়টা নেই।' এবার দিঘা এলে সমুদ্র স্নানের জন্য এই সৈকতটি পর্যটকদের মনে আনন্দ দেবে দ্বিগুণ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার সৈকতে তুলকালাম! দিন-রাত একনাগাড়ে চলছে...! দূর-দূরান্ত থেকে আসছেন কাতারে কাতারে মানুষ, জানলে ছুটে যাবেন আপনিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল