TRENDING:

Digha News: কালীপুজোয় দিঘায় যাবেন? বাম্পার বন্দোবস্ত রেলের! বাড়ল দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকালের সময়সীমা, রইল টাইমটেবিল

Last Updated:
Digha News: কালী পুজোর সময় দিঘা যাওয়া আরও সহজ হবে। কারণ দারুণ উপহার ভারতীয় রেলের। উৎসবের মুখে দিঘা প্রেমী বাঙালি পর্যটকদের জন্য সুখবর দিল রেলের দক্ষিণ-পূর্ব শাখা।
advertisement
1/6
কালীপুজোর আগেই বাম্পার সুখবর! দিঘায় যাতায়াত এবার আরও সহজ, ঝটপট জানুন বিশদে
কালী পুজোর সময় দিঘা যাওয়া আরও সহজ হবে। কারণ দারুণ উপহার ভারতীয় রেলের। উৎসবের মুখে দিঘা প্রেমী বাঙালি পর্যটকদের জন্য সুখবর দিল দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া-খড়গপুর ডিভিশনের।
advertisement
2/6
দিঘা যাওয়ার স্পেশাল লোকাল ট্রেন চলবে অক্টোবরের শেষ দিন পর্যন্ত। পাঁশকুড়া থেকে এই লোকাল ট্রেন প্রতিদিন চলবে দিঘা পর্যন্ত। কালীপুজোর উৎসব আবহাওয়াকে মাথায় রেখে সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের।
advertisement
3/6
দিঘা সমুদ্রের হইহুল্লোড় ছাড়া বাঙালির ছুটি যেন কিছুটা পানসে লাগে। তবে বর্তমানে সমুদ্রের হইহুল্লোড়ের পাশাপাশি দিঘায় ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটেছে। আর উৎসব আবহে বাঙালি পর্যটকদের দিঘায় যাতায়াতের সুবিধার্থে কালীপুজো পেরিয়ে জগদ্ধাত্রীপুজো পর্যন্ত চলবে পাঁশকুড়া দিঘা স্পেশাল এমউ লোকাল।
advertisement
4/6
০৮১১৭ স্পেশাল এমু লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭: ০০টায় পাঁশকুড়া থেকে ছাড়বে। যাত্রা পথে প্রতিটি স্টেশনে থেমে দিঘা পৌঁছাবে সকাল ৯:২০ মিনিটে। ফিরতি পথে ০৮১১৮ স্পেশাল এমু লোকাল ট্রেন দিঘা থেকে ৯:৩০ মিনিটে ছেড়ে পাঁশকুড়া পৌছাবে সকাল ১১:৫০ মিনিটে। ট্রেনটির ভাড়া ৩০ টাকা।
advertisement
5/6
দিঘা যাওয়ার এই পেশাল ট্রেনটির সময়সীমা বৃদ্ধি হওয়ায় খুশি জেলাবাসী। পাঁশকুড়া শহরের বাসিন্দা তথা শিক্ষক অলক মাইতি বলেন, 'এই ট্রেনটি জেলাবাসীর কাছে দিঘা যাওয়ার জন্য অন্যতম সহজ উপায়। শুধু পূর্ব মেদিনীপুর জেলার জন্য নয় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর ও হাওড়া সহ অন্যান্য জেলার জন্য উপযোগী ট্রেন। কম খরচেই দিঘা যাওয়া যায় এই ট্রেনে করে।'
advertisement
6/6
প্রসঙ্গত এই ট্রেনে করে খুব কম খরচে দিঘা আসা যাওয়া করা যায়। মাত্র ১০০ টাকার মধ্যেই দিঘা যাতায়াত সম্ভব। ফলে এই ট্রেন শুধু উৎসব আবহে স্পেশাল এমু লোকাল হিসেবে না, সারা বছরই চালানোর দাবি সাধারণ মানুষের। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: কালীপুজোয় দিঘায় যাবেন? বাম্পার বন্দোবস্ত রেলের! বাড়ল দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকালের সময়সীমা, রইল টাইমটেবিল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল