Digha News: হঠাৎ কালো হয়ে গেল দিঘার সমুদ্রের জল! সে কী! কেন হল জানেন? প্রবল আতঙ্ক চারিদিকে, তুমুল হতাশ পর্যটকরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Digha News: শুক্রবার সকাল থেকেই সমুদ্রের জলের এই আচমকা রং পরিবর্তন চোখে পড়ে৷
advertisement
1/6

পঙ্কজ দাশ রথী, দিঘা: এ কী কাণ্ড দিঘায়! শুক্রবার সকালে দিঘার সমুদ্রের কালো জল। কাদা মাখা ঘোলা এবং কালো জল দেখে অবাক পর্যটক থেকে স্থানীয় মানুষ সকলেই।
advertisement
2/6
শুক্রবার সকাল থেকেই সমুদ্রের জলের এই আচমকা রং পরিবর্তন চোখে পড়ে৷ পুজোর আগে দিঘাতে পর্যটকের ঢল নামলেও পর্যটকদের মনে আনন্দের বদলে আতঙ্ক দেখা দিয়েছে। সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে পারছেন না পর্যটকরা।
advertisement
3/6
এদিকে, সৈকত শহর দিঘার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক হোটেল ও রেস্টুরেন্ট। বেশিরভাগ জায়গায় খাদ্য সুরক্ষা বিধি না মেনে এমনকি ফুড লাইসেন্স না নিয়ে চলছে খাবার বিক্রি। এবার তার বিরুদ্ধে অভিযান চালাল জেলা খাদ্য ও সুরক্ষা দফতর।
advertisement
4/6
বৃহস্পতিবার নিউ দিঘা ও ওল্ড দিঘার মোট ১৫ টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা খাদ্য ও সুরক্ষা দফতরের প্রতিনিধি দল। সেখানে মূলত খাদ্যের গুণগত মানের পাশাপাশি রান্না ঘরের সঠিক পরিকাঠামো রয়েছে নাকি খতিয়ে দেখা হয়।
advertisement
5/6
বাসি খাবার পরিবেশন হচ্ছে নাকি সেগুলিও নজর দেওয়া হয়। তাতে বেশ কয়েকটি রেস্টুরেন্টে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের হাতেনাতে প্রমাণ পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর। এছাড়াও বেশ কয়েকটি রেস্টুরেন্টের পর্যাপ্ত লাইসেন্স পর্যন্ত নেই। তাদের বৃহস্পতিবার সঙ্গে সঙ্গে নোটিস ধরিয়েছে খাদ্য ও সুরক্ষা দফতর।
advertisement
6/6
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন, “যাতে মানুষজন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য এই অভিযান। আগামী দিনেও এই অভিযান চলবে।”
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: হঠাৎ কালো হয়ে গেল দিঘার সমুদ্রের জল! সে কী! কেন হল জানেন? প্রবল আতঙ্ক চারিদিকে, তুমুল হতাশ পর্যটকরা