TRENDING:

Digha News: সমুদ্রের ধারে তখন পর্যটকদের ভিড়, হঠাৎ দিঘায় ঘটল ভয়ঙ্কর কাণ্ড! মুহূর্তে ছোটাছুটি

Last Updated:
Digha News: এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে। আর তাতেই আত্মহারা পর্যটকরা।
advertisement
1/5
সমুদ্রের ধারে তখন পর্যটকদের ভিড়, হঠাৎ দিঘায় ঘটল ভয়ঙ্কর কাণ্ড! মুহূর্তে ছোটাছুটি
দিঘা: দিঘায় প্রবল জলোচ্ছ্বাস! সৈকত সরণিতে বসে সমুদ্র স্নানে পর্যটকরা। দিঘায় প্রবল জলোচ্ছ্বাসে ব্যাপক উচ্ছাস সৈকত জুড়ে! বৃষ্টি শুরু হলেও গোটা বাংলা জুড়ে এখনও তীব্র গরম। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা মানুষজনের।
advertisement
2/5
এরই মধ্যে বুধবার সকাল থেকে আকাশ মেঘে ঢেকে গিয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস। গরমে যাঁরা সমুদ্রসৈকত দিঘায় গিয়েছেন তাঁরা আজ হঠাৎ আশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন। দিঘার সমুদ্রে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায়। আর তা দেখতে উপচে পড়ল ভিড়।
advertisement
3/5
এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে। আর তাতেই আত্মহারা পর্যটকরা। ওই জলের মধ্যেই স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগেই এই জলোচ্ছ্বাস খুশি করে দিল পর্যটকদের।
advertisement
4/5
আইএমডি বা মৌসম ভবন নিজেদের ওয়েদার আপডেটে আগে থেকেই জানিয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর সেই ওয়েদার অ্যালার্ট একেবারে মিলে গেল। ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই সেই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে।
advertisement
5/5
আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। যার ফলে ওড়িশায় ভারী বৃষ্টির জারি থাকবে। আর এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের একটা বিস্তৃত অংশে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বজ্র বিদ্যুৎ -সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: সমুদ্রের ধারে তখন পর্যটকদের ভিড়, হঠাৎ দিঘায় ঘটল ভয়ঙ্কর কাণ্ড! মুহূর্তে ছোটাছুটি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল